নজরুল বিশ্ববিদ্যালয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন  © টিডিসি

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো ফ্রি ব্লাড গ্রুপিং ক্যাম্পেইন আয়োজন করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ব্যতিক্রমী এ উদ্যোগের প্রশংসা করেছেন শিক্ষার্থী ও স্থানীয় লোকজন।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী (২৫ ও ২৬ মে) কর্মসূচিতে শতাধিক ব্যক্তি বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করেন। ক্যাম্পেইনটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি আগত দর্শনার্থীদের জন্যও উন্মুক্ত ছিল।

এ ক্যাম্পেইন বিষয়ে সংগঠনটির কর্মী রাজু শেখ বলেন, ‘ব্যতিক্রমী কিছু করার ভাবনা থেকেই আমাদের এ উদ্যোগ। সাধারণত নজরুলজয়ন্তীতে আলোচনা সভা, বইমেলা কিংবা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। আমরা চেয়েছি সেবামূলক ও জনবান্ধব কিছু করতে। আমাদের এ আয়োজনকে সফল করতে বন্ধু ও সহপাঠীরা আন্তরিকভাবে সহযোগিতা করেছে। এমন একটি উদ্যোগের অংশ হতে পেরে আমি গর্বিত।’

আরও পড়ুন: গবেষণায় ১ হাজার ২২৪ কোটি টাকা পাচ্ছেন বিশ্ববিদ্যালয় শিক্ষকরা

আরেক সংগঠক মেজবাহ উদ্দিন রিয়াদ বলেন, ‘আমরা চাই বিশ্ববিদ্যালয়ে একটি ইতিবাচক রাজনৈতিক পরিবেশ গড়ে তুলতে। এর আগেও শিক্ষার্থীদের ন্যায্য দাবিতে আমরা সক্রিয়ভাবে পাশে থেকেছি। এটি আমাদের প্রথম এমন আয়োজন হলেও ভবিষ্যতে আরও জনকল্যাণমূলক কর্মসূচি নেওয়ার পরিকল্পনা আছে। পরবর্তী উদ্যোগ হিসেবে আমরা ক্যাম্পাসে সবুজায়নের লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করতে যাচ্ছি।’

এর আগে গত ২৩ ফেব্রুয়ারি মধ্যরাতে মেজবাহ উদ্দিন রিয়াদকে আহ্বায়ক ও রাজু শেখকে সদস্যসচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নজরুল বিশ্ববিদ্যালয় শাখার ৫২ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন দেয় কেন্দ্রীয় কমিটি। তবে শীর্ষ পদসমূহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ ও শিবিরের সংশ্লিষ্টতা এবং অনুমতি ছাড়াই কমিটিতে নাম দেওয়ার অভিযোগে একে একে পদত্যাগের ঘোষণা দেন যুগ্ম সদস্যসচিব, সহমুখপাত্র এবং সদস্য পদে থাকা একাধিক শিক্ষার্থী। এই বিতর্কের মুখে কমিটি ঘোষণার এক ঘণ্টার মধ্যেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় ফেসবুক পেজ থেকে নজরুল বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটির তালিকা সরিয়ে ফেলা হয়।


সর্বশেষ সংবাদ