সাম্য হত্যার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের দুই গ্রুপের আলাদা কর্মসূচি
- নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
- প্রকাশ: ১৬ মে ২০২৫, ১০:১৫ AM , আপডেট: ১৯ মে ২০২৫, ০৪:৫৯ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থী ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্য হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং বিচারের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতা-কর্মীরা। বৃহস্পতিবার (১৫ মে) ক্যাম্পাসজুড়ে ছাত্রদলের দুটি গ্রুপ পৃথকভাবে মানববন্ধন, বিক্ষোভ মিছিল এবং অবস্থান কর্মসূচি পালন করে।
শাখা ছাত্রদলের আহবায়ক ইমরান হোসেন প্রধানের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ‘চির উন্নত মম শির’-এ অবস্থান কর্মসূচি পালন করে ছাত্রদলের একটি পক্ষ। এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক হিমেল আহমেদ, মো. মহিউদ্দিন, হাবিবুর রহমান হাবিবসহ অন্য নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
ইমরান হোসেন প্রধান বলেন, ‘আমাদের ভাই, ছাত্রদল নেতা সাম্যকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা স্পষ্ট করে জানিয়ে দিতে চাই—এই রক্তের হিসাব সরকারকে দিতেই হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো গুরুত্বপূর্ণ শিক্ষাপ্রতিষ্ঠানে মাদকসেবীদের অবাধ বিচরণ, প্রশাসনের নীরবতা এবং ছাত্রলীগের পৃষ্ঠপোষকতায় এ হামলা প্রমাণ করে—রাষ্ট্রীয়ভাবে এই সহিংসতাকে উৎসাহ দেওয়া হচ্ছে। আমরা সরকারের উদ্দেশে বলতে চাই—এ বিচার না হওয়া পর্যন্ত রাজপথ ছাড়ছি না। আমাদের দাবি একটাই, হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।’
শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হুসাইন এবং সদস্য মামুন সরকারের নেতৃত্বে ছাত্রদলের আরেকটি গ্রুপ ছাত্রদের অগ্নিবীণা হলের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নতুন প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধন এবং অবস্থান কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা। এ সময় তারা বিভিন্ন ধরনের স্লোগান দেন।
আরও পড়ুন: ছয় বছর পর ময়মনসিংহে ছাত্রদলের জেলা ও মহানগরসহ পাঁচ কমিটি
ফরহাদ হুসাইন বলেন, ‘জুলাই-আগস্টের পর আমরা দুই ছাত্রদল নেতাকে হারিয়েছি। বর্তমান সরকার, প্রশাসন এবং ছাত্রলীগের সম্মিলিত ছত্রচ্ছায়ায় এই সন্ত্রাস বারবার মাথাচাড়া দিয়ে উঠছে। যে মাদকসেবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানে প্রবেশ করে আমার ভাই সাম্যকে নির্মমভাবে ছুরিকাঘাতে হত্যা করেছে, তাদের বিরুদ্ধে কোনো দৃশ্যমান পদক্ষেপ নেই। এ ঘটনার তীব্র প্রতিবাদ জানাই। সাম্য হত্যার বিচার না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।’
প্রসঙ্গত, ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যান এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী শাহরিয়ার আলম সাম্য। তিনি স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।