নারী ক্রিকেটে নতুন ইতিহাস, ছক্কা হাঁকিয়েই বিশ্বরেকর্ড গড়লেন স্মৃতি মান্ধানা

১২ অক্টোবর ২০২৫, ০৭:৪৯ PM
স্মৃতি মান্ধানা

স্মৃতি মান্ধানা © ফাইল ছবি

বর্তমান ক্রিকেট বিশ্বে ছেলে-মেয়ে মিলিয়ে অন্যতম সেরা স্টাইলিশ ও দৃষ্টিনন্দন ব্যাটার স্মৃতি মান্ধানা। আধুনিক ক্রিকেটে নান্দনিক ও ধ্রুপদি ঘরানার ব্যাটার খুবই কম, আর সেই শূন্যতা পূরণ করছেন তিনি। মান্ধানার ব্যাটিং শুধু চোখে নয়, মনে এক অদ্ভুত প্রশান্তির ছোঁয়া দেয়। বিশেষ করে তার কাভার ড্রাইভ, ইনসাইড-আউট শট এবং লেগ-স্টাম্প থেকে ফ্লিকের নান্দনিকতা সমসাময়িক ব্যাটারদের কাছে এক ব্যতিক্রম। দারুণ ফর্মে থাকা মান্ধানা একের পর এক রেকর্ড গড়ে চলেছেন। এবার তিনি নারী ক্রিকেটের ইতিহাসে নতুন মাইলফলক স্থাপন করেছেন।

ঐতিহাসিক এক কীর্তি থেকে মাত্র ১৮ রান দূরে ছিলেন স্মৃতি মান্ধানা। ভারতীয় ব্যাটারের সেই কীর্তিটা যে আজ নারী ওয়ানডে বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেই হয়ে যাবে, তাতে খুব একটা সন্দেহ ছিল না। তবে মান্ধানা তো আর ইদানীং সাদামাটাভাবে কিছু করেন না। যা-ই করেন, তাতে একটা বিশেষত্ব থাকে।

আজ বিশাখাপট্টনমেও তা-ই হলো। টসে হেরে ব্যাট করতে নামা ভারতের ইনিংসের অষ্টম ওভারে মান্ধানা বিশাল এক ছক্কা মারলেন অস্ট্রেলিয়ার সোফি মোলিনুকে, আর সেই ছক্কাতেই লেখা হয়ে গেল ইতিহাস। নারী ক্রিকেটের ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে ১০০০ রানের মাইলফলক পেরিয়ে গেলেন মান্ধানা।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এই বিশ্বকাপেই এর আগের ম্যাচটাতে এক পঞ্জিকাবর্ষে ওয়ানডেতে কোনো নারী ক্রিকেটারের সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন ভারতীয় এই ওপেনার। এর আগে সাবেক অস্ট্রেলিয়ান ব্যাটার বেলিন্ডা ক্লার্কের ১৯৯৭ সালে গড়া ৯৭০ রানের রেকর্ডটাও মান্ধানা ভেঙেছিলেন ছক্কা মেরেই।

এখানেই শেষ নয়। ম্যাচটা মান্ধানা শুরু করেছিলেন ওয়ানডেতে ৪৯৪২ রান নিয়ে। ২১তম ওভারের শেষ বলে অস্ট্রেলিয়ান বোলার কিম গার্থকে মেরেছেন আরও একটি ছক্কা। সেই ছক্কাতেই নারী ওয়ানডেতে ৫০০০ রানের মাইলফলকও পেরিয়ে যান মান্ধানা। ছক্কা মেরে মাইলফলক ছোঁয়াটা যেন তাঁর অভ্যাসই হয়ে গেছে!  

নারী ওয়ানডেতে পঞ্চম ব্যাটার হিসেবে ৫০০০ রানের মাইলফলক পেরিয়েছেন মান্ধানা। এই তালিকায় সবার ওপরের নামটা ভারতেরই মিতালি রাজের। ২৩২ ম্যাচের ২১১ ইনিংসে যিনি করেছেন ৭৮০৫ রান। ৬৬ বলে ৯ চার ও ৩ ছক্কায় ৮০ রান করে আজ মান্ধানা মোলিনুর বলে আউট হওয়ার পর আপাতত ওয়ানডেতে তাঁর রান ১১২ ইনিংসে ৫০২২।

নুরের আসনে কে প্রথম, কে দ্বিতীয়-তৃতীয় হবেন, ঘোষণা করছেন হ…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ঢাবিতে ৫ দিনব্যাপী শহীদ ওসমান হাদি স্মৃতি বইমেলার উদ্বোধন
  • ১৮ জানুয়ারি ২০২৬
নিয়োগ ও সনদ জালিয়াতির অভিযোগে বেরোবিতে দুদকের অভিযান
  • ১৮ জানুয়ারি ২০২৬
শাকসু বাতিলের দাবিতে ইসি ঘেরাও কেন্দ্রীয়  ছাত্রদলের, পাল্টা…
  • ১৮ জানুয়ারি ২০২৬
ইউএনওকে ধমক দেওয়া সেই ইউপি চেয়ারম্যান বরখাস্ত
  • ১৮ জানুয়ারি ২০২৬
রেডমি নোট ১৫ সিরিজের নতুন ৩ স্মার্টফোন আনলো শাওমি
  • ১৮ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9