ক্রিকেটের জাদু দেখাচ্ছেন স্মৃতি মান্ধানা, ব্যাট যেন রূপকথার গল্প
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:১৮ PM , আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৫, ১০:২১ PM
ছেলে-মেয়ে মিলিয়ে বর্তমান ক্রিকেট বিশ্বে হয়তো সবচেয়ে স্টাইলিশ ও দৃষ্টিনন্দন ব্যাটার স্মৃতি মান্ধানা। এই সময়ের ক্রিকেটে নান্দনিক ও ধ্রুপদি ঘরানার ব্যাটার খুবই কম, আর সেই শূন্যতা পূরণ করছেন স্মৃতি। তার ব্যাটিং চোখে ও মনে এক অদ্ভুত প্রশান্তির স্পর্শ বুলিয়ে দেয়।
বিশেষ করে তার কাভার ড্রাইভ, ইনসাইড-আউট শট এবং লেগ-স্টাম্প থেকে ফ্লিকের নান্দনিকতায় সমসাময়িক ব্যাটারদের কাছে স্মৃতি এক ব্যতিক্রম। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলতি সিরিজের আগের ম্যাচে ৯১ বলে ১১৭ রান করেছিলেন। আর আজ ভারতের বিপক্ষে মাত্র ৫০ বলে সেঞ্চুরি করেন, যা উইমেনস ওয়ানডেতে ভারতের হয়ে দ্রুততম সেঞ্চুরি এবং সবমিলিয়ে দ্বিতীয় দ্রুততম। শেষ পর্যন্ত ৬৩ বলে ১২৫ রান করে আউট হন। তার ইনিংসে ১৭টি চার এবং ৫টি ছক্কা প্রতিফলিত করছে স্টাইল ও আগ্রাসী খেলায় অনন্য সমন্বয়।
আজকের ইনিংস ছিল সম্পূর্ণ মসৃণ ও অনায়াস। দু-একটি স্লগ ছাড়া কোনো জোর করে শট বা অতিরিক্ত পেশির ব্যবহার ছিল না। ৪১৩ রানের লক্ষ্য তাড়া করতে গিয়ে দলের জন্য একটি অবিশ্বাস্য ভিত্তি গড়ে দিয়েছেন। তবে শেষ পর্যন্ত একটি বাজে ডেলিভারিতে আউট হন।
স্মৃতির কৃতিত্ব শুধু স্টাইল বা নান্দনিকতায় সীমাবদ্ধ নয়। গত এক-দেড় বছরে তিনি সামগ্রিক ব্যাটসম্যানশিপে এক নতুন উচ্চতায় পৌঁছেছেন। আগে যেখানে শটের পরিধি সীমিত ছিল এবং ফিটনেস ততটা শীর্ষে ছিল না, আজ তিনি নিজের খেলার মান উন্নত করে সব দিকের পারফরম্যান্সে ভারসাম্য রেখেছেন।
বিশ্বকাপ, টি-টোয়েন্টি ও ওয়ানডে ক্রিকেট মিলিয়ে তার সাম্প্রতিক পরিসংখ্যানও মুগ্ধ করার মতো। শেষ ২৬ ওয়ানডেতে করেছেন ৮টি সেঞ্চুরি ও ৬টি ফিফটি। শেষ টেস্ট ইনিংসে ১৬১ বলে ১৪৯ রান করেছেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ইংল্যান্ডের বিপক্ষে ৬২ বলে ১১২ রানের সেঞ্চুরি অর্জন করেছেন।
স্মৃতি মান্ধানা শুধু নারী ক্রিকেটের নয়, গোটা ক্রিকেটেরই উজ্জ্বল রত্ন। তার ব্যাটিং বিশ্বমঞ্চে আনন্দ ও নান্দনিকতার এক অনন্য অভিজ্ঞতা উপহার দিচ্ছে, যেখানে দর্শকরা চোখ না হারালেও মুগ্ধ হয়ে বুঁদ হয়ে যান। তার খেলার প্রতি নৈপুণ্য, স্থিতিশীলতা এবং ব্যাটের নান্দনিকতা একে এক ধরনের রূপকথার গল্পে পরিণত করেছে, যা ক্রিকেটপ্রেমীদের মনে দীর্ঘদিন গেঁথে থাকবে।