‘বাংলাদেশকে হারাব আমরা’, আত্মবিশ্বাসী নেদারল্যান্ডস অধিনায়ক

স্কট এডওয়ার্ডস
স্কট এডওয়ার্ডস  © সংগৃহীত

প্রথমবারের মতো কোনও বড় দলের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে নেদারল্যান্ডস ক্রিকেট দল। এটি বাংলাদেশের জন্য যেমন এশিয়া কাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার মঞ্চ, তেমনি ডাচদের জন্য বড় মঞ্চে নিজেদের প্রমাণের সুযোগ। ডাচ অধিনায়ক আত্মবিশ্বাসী বাংলাদেশকে হারানোর ব্যাপারে!

আজ বৃহস্পতিবার বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে আসেন ডাচ অধিনায়ক স্কট এডওয়ার্ডস। বাংলাদেশকে সিরিজ হারানো সম্ভব কিনা এমন প্রশ্নে তিনি বলেছেন, ‘হ্যাঁ, অবশ্যই। আপনি সবসময়ই প্রতিটি সিরিজ জিততে চাইবেন। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। যদি যথেষ্ট ভালো খেলতে পারি, তাহলে আমাদের জন্য অবশ্যই (সিরিজ জয়ের) সুযোগ আছে।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপে সবাইকে চমকে দিয়ে বাংলাদেশকে ৮৭ রানের বড় ব্যবধানে হারিয়েছিল নেদারল্যান্ডস। ওই জয়ের আত্মবিশ্বাস এই সিরিজে কাজে দেবে বলে মনে করেন এডওয়ার্ডস, ‘আমার মনে হয়, গত কিছুদিন ধরেই দলের আত্মবিশ্বাস বেড়েছে। আমরা বিশ্বকাপ এবং বাছাইপর্বে অনেক চাপের ম্যাচ খেলেছি। আমাদের সাম্প্রতিক পারফরম্যান্সই প্রমাণ করে, নিজেদের দিনে আমরা যে কোনও দলকে হারাতে সক্ষম।’

বাংলাদেশের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলার সুযোগ করে দেওয়ায় বিসিবিকে ধন্যবাদ জানান নেদারল্যান্ডস অধিনায়ক, ‘এটা খুবই রোমাঞ্চকর (বড় দলের বিপক্ষে খেলা)। বিসিবির সৌজন্যে এখানে খেলার সুযোগ পাওয়াটা অসাধারণ একটা ব্যাপার। বিশ্বকাপ এবং এশিয়া কাপের আগে বাংলাদেশের জন্যও এটা ভালো প্রস্তুতি।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!