রানের বন্যায় ইতিহাসে রূপ নিল ভারত-ইংল্যান্ড সিরিজ

ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ
ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ  © ইএসপিএন ক্রিকইনফো

ইংল্যান্ডের মাঠ মানে বোলারদের শাসনে আতঙ্কে থাকবে ব্যাটাররা, সচারচার এটাই হয়েছে। কিন্তু চলমান ভারত-ইংল্যান্ড টেস্ট সিরিজ সকল পরিসংখ্যানকে উল্টে দিয়ে বুড়ো আঙুল দেখিয়েছে। ইংল্যান্ডের ব্যাটারদের আক্রমণাত্মক মনোভাব এবং ভারতীয় ব্যাটারদের নিখুঁত ব্যাটিং যেন বোলারদের পিটিয়ে শতরানের বন্যা বইয়ে দিয়েছে। যা এই টেস্ট সিরিজকে দর্শকদের কাছে স্মরণীয় করে রাখবে।

১৯৫৫ সালে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যে টেস্ট সিরিজে ২১টি শতরানের গড়া রেকর্ড ছুঁয়েছে ভারত-ইংল্যান্ড সিরিজও। ওভাল টেস্টের চতুর্থ দিনে হ্যারি ব্রুক ও জো রুটের করা দুইটি শতরান ৭০ বছরের পুরানো রেকর্ড ছুঁয়ে যায়। এই সিরিজে ভারতীয় ব্যাটারদের শতরান সংখ্যা ১২, যার মধ্য শুভমান গিল নিজে একাই করেছেন ৪টি শতক। ইংল্যান্ডের ব্যাটাররা মোট ৯টি শতরান করেছেন। ২০০৩-০৪ সালে ওয়েস্ট ইন্ডিজ ও দক্ষিণ আফ্রিকার সিরিজে ২০টি শতরান ছাড়িয়ে গেছে ওভাল টেস্টের শতরান।

শুধু যে শতরানের রেকর্ড ছুঁয়েছে সেটা নয়, এর পাশাপাশি চলমান টেস্ট ক্রিকেট ইতিহাসের অর্ধশতক রানের এক বিরল রেকর্ডের সাক্ষী হয়েছে এই টেস্ট সিরিজ। একই সিরিজে সর্বোচ্চ ৫০টি পঞ্চাশোর্ধ্ব স্কোর (ফিফটি বা সেঞ্চুরি) হয়েছে, যা টেস্ট ইতিহাসে এই প্রথম। এই সিরিজে এখন পর্যন্ত ২১টি সেঞ্চুরি ও ২৯ টি হাফ-সেঞ্চুরি দেখা গেছে।

পাঁচ ম্যাচের সিরিজে সবচেয়ে বেশি পঞ্চাশোর্ধ্ব ইনিংসের আগের রেকর্ড ছিল ৪৯টি, যা হয়েছিল ১৯২০-২১ সালের অ্যাশেজে। ১৯৯৩ সালের অ্যাশেজে অবশ্য ৫০টি পঞ্চাশোর্ধ্ব ইনিংস হয়েছিল, তবে সেটি ছিল ছয় ম্যাচের সিরিজে। ফলে পাঁচ ম্যাচেই এই মাইলফলক ছোঁয়া প্রথম সিরিজ হলো চলমান ভারত-ইংল্যান্ড লড়াই।

আরও পড়ুন: নেদারল্যান্ডস সিরিজ নিয়ে যে পরিকল্পনা বিসিবির

এই রেকর্ডের পাশাপাশি পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সর্বোচ্চ মোট রান সংগ্রহের আরেকটি বড় রেকর্ডও হয়েছে। আগের রেকর্ডটি ছিল ১৯২৮-২৯ অ্যাশেজ সিরিজে, যেখানে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ব্যাটাররা মিলে মোট ৬ হাজার ৬০৬ রান করেছিলেন।

এদিকে, ভারতের বিপক্ষে ইংল্যান্ডের ব্যাটার জো রুট রোববার ইতিহাস গড়েছেন আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) ৬ হাজার রান করা প্রথম ক্রিকেটার হিসেবে। রুটের ডব্লিউটিসি রেকর্ডে রয়েছে ২০টি সেঞ্চুরি, ২৩টি হাফ-সেঞ্চুরি এবং ৫২-এর বেশি গড় রান। নাম লিখেয়েছেন শীর্ষ পাঁচ রান সংগ্রাহকের তালিকায়। তিনি টপকে গেছেন স্টিভ স্মিথ, মার্নাস লাবুশানে, বেন স্টোকস ও ট্রাভিস হেড-এর মতো তারকাদের।

রুটের এই অর্জন তার টেস্ট ক্যারিয়ারের আরও একগুচ্ছ রেকর্ডের সঙ্গে যুক্ত হল। এর আগে ম্যানচেস্টারে তিনি রাহুল দ্রাবিড়, জ্যাক ক্যালিস এবং রিকি পন্টিংকে পেছনে ফেলে টেস্ট ক্রিকেটের দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হন। এই সিরিজ তাই শুধু দলগত নয়, ব্যক্তিগতভাবেও স্মরণীয় হয়ে থাকছে ক্রিকেট ইতিহাসে।

 

 

 


সর্বশেষ সংবাদ