নেদারল্যান্ডস সিরিজ নিয়ে যে পরিকল্পনা বিসিবির

০৩ আগস্ট ২০২৫, ০৯:৪৩ PM , আপডেট: ০৫ আগস্ট ২০২৫, ০৭:১৫ PM
বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ

বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচ © সংগৃহীত

আগামী সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ। আসন্ন এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। অবশ্য এখনও এই সিরিজের সূচি ঘোষণা করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম জানিয়েছেন, সিরিজের সব ম্যাচই সিলেটে হবে। সিরিজ শুরুর আগে সেখানে ক্যাম্পও করবে টাইগাররা।

রবিবার (৩ আগস্ট) হোম অব ক্রিকেট মিরপুরে ফাহিম বলেন, ‘৬ আগস্ট ঢাকায় ক্যাম্প শুরু হবে। সবাই আসবে, ফিটনেস দিয়ে শুরু হবে। তারপর কোচরা চলে আসবে ১১, ১২, ১৩ আগস্ট... এরকম সময়ের মধ্যে কোচরা আসা শুরু করবে। কোচরা আসা শুরু করার পর এখানে স্কিলের কাজ শুরু হবে। তবে এখান থেকে ক্যাম্পটা চলে যাবে। আমরা আশা করছি, ক্যাম্পটা চলে যাবে সিলেটে। সিলেটে কিছুদিন অনুশীলন করবে। তারপর ইনশাআল্লাহ আমরা নেদারল্যান্ডসের সঙ্গে সেখানে সিরিজটা খেলবো।’

মূলত এশিয়া কাপের ভেন্যু আবুধাবির উইকেটের সঙ্গে মিল রেখে ডাচদের সঙ্গে সিরিজ খেলবে বাংলাদেশ। এ নিয়ে ফাহিম বলেন, ‘আমরা তো ওইভাবে উইকেট তৈরি করতে পারব না। আমাদের এখানে সম্ভাব্য সেরা উইকেট খুব সম্ভবত সিলেটে। যেখানে একটু রান হয়। টি-টোয়েন্টিতে এমন উইকেট দরকার, যেখানে রান হবে। বাংলাদেশের মধ্যে সিলেটই বোধ-হয় সেই জায়গা। আমরা চেষ্টা করব, সিলেটে খেলাগুলো দিতে। সুতরাং আমাদের পক্ষে আদর্শ প্রস্তুতি বলতে যা বোঝায়, আমরা যেন সেটা করতে পারি।’

তিনি আরও বললেন, ‘যদি ৩০০ রানের উইকেট বানাতে পারি, তাহলে আমরা তাই চাইব। সেটা তো সম্ভব হবে না। ৩-৪ দিন আগে আমি সিলেট গিয়েছিলাম এবং উইকেট দেখেছি, ভালো ব্যাটিং উইকেট বানানো যায়। আগেও দেখেছি সেটা। আমাদের হাতে এখনো বেশ সময় আছে এবং আমরা মোটামুটি ভালো উইকেট না বানাতে পারার কোনো কারণ নেই। অবশ্যই, এমন উইকেট না যেখানে ১৩০-১৪০ রান করতে কষ্ট হবে। আমরা চাইব, অন্তত ১৭০-১৮০ রানের উইকেট হোক, সম্ভব হলে ২০০ রানের উইকেটও হোক।’

সোমবার থেকে তাহসানের উপস্থাপনায় গেম শো
  • ১৭ জানুয়ারি ২০২৬
চুয়েট ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার জানাল কর্তৃপক্ষ
  • ১৭ জানুয়ারি ২০২৬
‘আমি না বললে এলাকা থেকে বের হতে পারবেন না’
  • ১৭ জানুয়ারি ২০২৬
প্রাথমিকে নিয়োগ পরীক্ষার ফল রোববার! আসনপ্রতি টিকছে ৩ থেকে ৫…
  • ১৭ জানুয়ারি ২০২৬
১৩১ শিক্ষার্থীকে বৃত্তি দিলো দ্যা স্কলারস ফাউন্ডেশন
  • ১৭ জানুয়ারি ২০২৬
পাবনা-৩ আসনে বিএনপির প্রার্থীকে শোকজ
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9