নতুন কোচ নিয়োগ দিলো বিসিবি

১২ মে ২০২৫, ০৯:৫৭ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৪:৩৬ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

বাংলাদেশের নতুন পেস বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ার সাবেক পেসার শন টেইট নিয়োগ পেয়েছেন। রোববার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৭ সালের নভেম্বর পর্যন্ত বিসিবির সঙ্গে চুক্তিবদ্ধ হওয়া ৪২ বছর বয়সী টেইট চলতি মাসের শেষের দিকে বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেবেন।

এদিকে টেইটের নিয়োগের কয়েক ঘণ্টা আগে আগের পেস বোলিং কোচ আন্দ্রে এডামসের পদত্যাগের বিষয়টি নিশ্চিত করে বিসিবি। ২০২৪ সালের মার্চে বাংলাদেশ দলের সঙ্গে যুক্ত হয়েছিলেন এডামস। তিন ফরম্যাটে দলের বোলিংয়ের উন্নতিতে কাজ করেছেন তিনি। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, ‘চুক্তির মেয়াদ শেষ হওয়ার আগেই এডামসের সঙ্গে একটা পারস্পরিক সমঝোতায় পৌঁছেছে বিসিবি। গত এক বছরে আমাদের পেস আক্রমণের উন্নতিতে এডামসের ভূমিকার বোর্ড তার প্রতি কৃতজ্ঞ এবং আমরা তার ভবিষ্যৎ মঙ্গল কামনা করি।’

এর আগে পাকিস্তান, ওয়েস্ট ইন্ডিজ (টেস্ট দল) এবং আফগানিস্তান জাতীয় দলের বোলিং কোচ হিসেবে দায়িত্ব পালনের পর এবার বাংলাদেশ দলের দায়িত্ব নিচ্ছেন টেইট।  

আন্তর্জাতিক ক্রিকেট ইতিহাসে দ্রুততম বোলার হিসেবে বিবেচিত টেইট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল), বিগ ব্যাশ (বিবিএল), পাকিস্তান সুপার লিগ (পিএসএল), লঙ্কান প্রিমিয়ার লিগ (এলপিএল) এবং ইংলিশ কাউন্টি ক্রিকেটসহ বিশ্বের বিভিন্ন শীর্ষ পর্যায়ের লিগ এবং প্রতিযোগিতায় কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

সর্বশেষ বিপিএল মৌসুমে চিটাগাং কিংসের প্রধান কোচ ছিলেন এবং ২০১২-১৩ মৌসুমে একই দলের হয়ে খেলেছেন টেইট। ২০০৭ সালে ওয়ানডে বিশ্বকাপজয়ী অস্ট্রেলিয়া দলের সদস্য ছিলেন টেইট। সব ফরম্যাটে মিলিয়ে ৫৯টি আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ডানহাতি এই পেসার। 

নতুন দায়িত্ব গ্রহণ সম্পর্কে টেইট বলেন, ‘বাংলাদেশ ক্রিকেট দলের সঙ্গে জড়িত হতে এটাই সঠিক সময়। আপনি বলতে পারেন, এটি একটি নতুন যুগের শুরু। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ দলের তরুণ মেধাবী ও পেস বোলারদের নিয়ে অনেক কথা হচ্ছে। যা দারুণ ব্যাপার।’

টেইট আরও বলেন, ‘এটা আন্তর্জাতিক ক্রিকেট, কোন ডেভেলপমেন্ট টিম নয় এবং এখানে সবারই প্রত্যাশা থাকে প্রতিভাবানরা ফল আনবে। এখানকার পেস বোলিং গ্রুপকে নিয়ে আমার বেশি মনোযোগ থাকবে এবং সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো- দলের জন্য আরও বেশি জয় এনে দেওয়া। ফিল সিমন্সের সঙ্গে কাজ করার সুযোগ পাওয়াটাও একইভাবে রোমাঞ্চকর এবং আমি সামনের দিকে এগিয়ে যেতে চাই।’

ওয়ার্ল্ড ভিশনে চাকরি, আবেদন শেষ ২০ জানুয়ারি
  • ১২ জানুয়ারি ২০২৬
হুমকি-ধমকি মামলায় অব্যাহতি পেলেন অভিনেত্রী মেহজাবীন
  • ১২ জানুয়ারি ২০২৬
শ্রীলঙ্কা-পাকিস্তান নয়, বাংলাদেশের জন্য যে দু’টি বিকল্প জায়…
  • ১২ জানুয়ারি ২০২৬
হবিগঞ্জে বাসচাপায় অটোরিকশার চালক নিহত
  • ১২ জানুয়ারি ২০২৬
দেশের ফ্রিল্যান্সাররা পাচ্ছেন বিশেষ সুবিধার সরকারি ডিজিটাল …
  • ১২ জানুয়ারি ২০২৬
জিএসটি গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হলো আরও এক বিশ্ববিদ্যালয়
  • ১২ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9