একই টেস্টে ডাবল সেঞ্চুরি ও সেঞ্চুরি, গিলের দুর্লভ কীর্তি
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ০৯:৪৬ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০২:৩৫ PM

শুবমান গিলের ব্যাট থামার কোনো লক্ষণ নেই। টিম ইন্ডিয়ার অধিনায়কত্বের দায়িত্ব নেওয়ার পর থেকেই দুরন্ত ফর্মে আছেন তিনি। একের পর এক সেঞ্চুরি হাঁকিয়ে চলেছেন, যেন তাঁর ব্যাটে চলছে রানের উৎসব।
ইংল্যান্ড সফরের লিডস টেস্টে সেঞ্চুরি দিয়ে যাত্রা শুরু করেছিলেন গিল। এরপর এজবাস্টন টেস্টে যেন নিজেকেই ছাপিয়ে গেলেন তিনি। প্রথম ইনিংসে দুর্ধর্ষ ২৬৯ রানের ইনিংস খেলে রেকর্ড গড়েন—ভারতের টেস্ট ইতিহাসে অধিনায়ক হিসেবে এটিই সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস।
কিন্তু এখানেই থামেননি শুবমান। এজবাস্টনের চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেও আরও এক সেঞ্চুরি তুলে নেন তিনি। এ নিয়ে তিনি হয়ে গেলেন ভারতের দ্বিতীয় এবং বিশ্বের নবম ব্যাটার, যিনি এক টেস্টে একটি ডাবল সেঞ্চুরি এবং একটি সেঞ্চুরি করার বিরল কীর্তি গড়লেন।
এই অসাধারণ কীর্তি দিয়ে গিল ৫৪ বছরের পুরনো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালেন। ১৯৭১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পোর্ট অব স্পেনে প্রথম ইনিংসে ১২৪ এবং দ্বিতীয় ইনিংসে ২২০ রানের ইনিংস খেলেছিলেন কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনিই ছিলেন এই কৃতিত্ব অর্জন করা দ্বিতীয় ব্যাটার। তবে শুবমান গিলের কীর্তি আরও তাৎপর্যপূর্ণ, কারণ তিনি একজন অধিনায়ক হিসেবে এই দুর্লভ অর্জনে পৌঁছেছেন।
টেস্ট ক্রিকেটের ইতিহাসে হাতে গোনা কয়েকজন ব্যাটারের মধ্যেই জায়গা করে নিলেন শুবমান গিল—এবং তাও অধিনায়কত্বের দায়িত্বে থেকে, এক নতুন উচ্চতাকে ছুঁয়ে।