এজবাস্টনে ইতিহাস গড়লেন গিল, ভাঙলেন গাভাস্কার-আজহারউদ্দিনের রেকর্ড
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০৮:২৪ PM , আপডেট: ০৪ জুলাই ২০২৫, ০৭:৪৩ PM

আগের দিনই এজবাস্টনে সেঞ্চুরি করে চমক দেখিয়েছিলেন শুবমান গিল। দ্বিতীয় দিন সেই ইনিংসের পরিণতি দাঁড়ায় এক অনন্য উচ্চতায়—ডাবল সেঞ্চুরি। আর তাতেই ভারতের টেস্ট ইতিহাসে নিজের নাম উজ্জ্বল অক্ষরে লিখে ফেললেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।
এই প্রতিবেদন লেখার সময় গিলের সংগ্রহ ২৫৪ রান। এর মধ্য দিয়ে তিনি ভেঙেছেন সুনীল গাভাস্কারের ৪৬ বছর পুরোনো রেকর্ড। ১৯৭৯ সালে ওভালে ইংল্যান্ডের বিপক্ষে গাভাস্কার করেছিলেন ২২১ রান—যা এতদিন ছিল ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় ব্যাটারের সর্বোচ্চ টেস্ট ইনিংস।
কেবল গাভাস্কারই নন, অধিনায়ক হিসেবেও ইতিহাস গড়েছেন গিল। ১৯৯০ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে মোহাম্মদ আজহারউদ্দিন করেছিলেন ১৭৯ রান—যা এতদিন ছিল ইংল্যান্ডে কোনো ভারতীয় অধিনায়কের সেরা ইনিংস। এবার সেই রেকর্ডও নতুন করে লিখলেন গিল।
এজবাস্টনের এই বীরত্বগাথা ইনিংসে ভর করে ভারত তাদের প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে তোলে ৫৪৩ রান—যা ইংল্যান্ডের মাটিতে ভারতের অন্যতম বড় স্কোর।
শুধু রান নয়, এই ইনিংস যেন শুবমান গিলের আত্মপ্রকাশের এক পূর্ণাঙ্গ ভাষ্য—যেখানে ইতিহাস, দায়িত্ব আর প্রতিভা একসঙ্গে মিলে যায় ব্যাটের শব্দে।