‘ঋতু আমাদের মেসি’

ঋতুপর্ণা চাকমা
ঋতুপর্ণা চাকমা  © ফাইল ফটো

নারী এশিয়ান কাপ বাছাইয়ে মিয়ানমারের বিপক্ষে ২-১ গোলের ঐতিহাসিক জয় পেয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এই জয়ে প্রথমবারের মতো এশিয়ান কাপের মূল পর্বে জায়গা করে নিয়েছে লাল-সবুজের মেয়েরা। আর এই জয়ের নায়িকা ঋতুপর্ণা চাকমা—দলের দুই গোলই এসেছে তাঁর পা থেকে।

ঋতুপর্ণার অনন্য নৈপুণ্যে মুগ্ধ হয়ে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ আজ বাফুফে ভবনে এক সংবাদ সম্মেলনে বলেন, “ঋতুপর্ণা বাংলাদেশের মেসি। ও যেভাবে বল নিয়ে এগিয়ে যায়, সেটা মেসি ছাড়া আর কারও মতো নয়।”

মেয়েদের সঙ্গে ছেলেদের তুলনা করতে গিয়ে কিরণ আরও বলেন, “হামজাও ভালো ফুটবলার, কোনো সন্দেহ নেই। সে আমাদের গর্ব। সামনে ছেলেদেরও এশিয়ান কাপ বাছাই রয়েছে—আমি বিশ্বাস করি, হামজাও ভালো করবে। তবে তুলনার কিছু নেই, দুই দলই আমাদের। কিন্তু ঋতু তো মেসি, এটা বলার অপেক্ষা রাখে না।”

সংবাদ সম্মেলনে কিরণ আরও জানান, মিয়ানমারের বিপক্ষে ম্যাচ শুরুর আগে তিনি ফুটবলারদের নির্দেশনা দিয়েছিলেন ২০ মিনিটের মধ্যে গোল করার। “আমি ওদের বলেছিলাম, ২০ মিনিটের মধ্যে গোল করতেই হবে। ওদের মানসিকভাবে দুর্বল করার জন্য এটা জরুরি। ঋতুপর্ণা সেটা করেছে ১৮ মিনিটেই। ওরা কথা রেখেছে। যেটা বলেছি, রুপনা ঠিক সেটাই করেছে। প্রতিটি খেলোয়াড় আমার নির্দেশনা অনুযায়ী খেলেছে,”—বলেছেন কিরণ।

সফল এই দলের পেছনে কোচ পিটার বাটলারের ভূমিকার প্রশংসা করে কিরণ বলেন, “আমি পিটার বাটলারকে ধন্যবাদ জানাই। তিনি জানেন কীভাবে ডাগআউট থেকে দল পরিচালনা করতে হয়। আমরা অনেকবার কথা বলেছি, আগামী দিনগুলোতেও তাঁর নেতৃত্বে দল এগিয়ে যাবে বলে আমার বিশ্বাস।”

সংবাদ সম্মেলনের শেষদিকে কিরণ হাস্যরসাত্মকভাবে বলেন, “ঋতুপর্ণা যদি হয় বাংলাদেশের মেসি, তাহলে কাজী সালাউদ্দীন স্যারের তুলনা চলে রোনালদোর সঙ্গে। তিনি ছিলেন একজন দুর্দান্ত ফুটবলার এবং আমাদের সাবেক সভাপতি।”

 


সর্বশেষ সংবাদ