ঋতুপর্ণার গোলে এগিয়ে থেকে বিরতিতে বাংলাদেশ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ০৫:৪৯ PM
নারী এশিয়ান কাপ বাছাইপর্বে মিয়ানমারের বিপক্ষে মাঠে নেমে দারুণ সূচনা পেয়েছে বাংলাদেশ। ইতিহাস গড়ার সম্ভাবনা জাগিয়ে ঋতুপর্ণা চাকমার দুর্দান্ত গোলে লিড নিয়েছে লাল-সবুজেরা।
বুধবার (২ জুলাই) ইয়াংগুনের থুয়ান্না স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে উঠে লড়াই। দ্বিতীয় মিনিটে বাইলাইনের একটু ওপরে থেকে মনিকা চাকমার ক্রস সরাসরি ধরা পড়ে মিয়ানমারের গোলরক্ষকের গ্লাভসে। পরের মিনিটেই প্রতিপক্ষের পাল্টা আক্রমণ বাংলাদেশ বক্সে ঢুকে পড়ে, তবে সময়মতই ব্লক করে দেন শামসুন্নাহার সিনিয়র।
ম্যাচের ১২তম মিনিটে গোলরক্ষক রুপনা চাকমার অসাধারণ বিচক্ষণতায় বেঁচে যায় বাংলাদেশ। মাঝমাঠ থেকে আসা থ্রু পাস মিয়ানমার ফরোয়ার্ডদের কাছে যাওয়ার আগেই পোস্ট ছেড়ে দ্রুত বেরিয়ে এসে বল ক্লিয়ার করে দেয় লাল-সবুজেরা।
ম্যাচের ১৮তম মিনিটে ডান দিক থেকে দুর্দান্ত গতিতে ড্রিবল করে মিয়ানমারের বক্সের দিকেই এগোচ্ছিলেন শামসুন্নাহার। তবে বক্সের ঠিক বাইরে ফাউলের শিকার হন তিনি।
ঋতুপর্ণা চাকমার নেওয়া প্রথম শটটি মিয়ানমারের মানব-দেয়ালে লেগে ফিরে আসে, কিন্তু ফিরতি বলে দারুণ এক কোনাকুনি শটে গোলরক্ষককে পরাস্ত করে বল জালে জড়ান। এই গোলে এশিয়ান কাপের মূল পর্বে জায়গা পাওয়ার সম্ভাবনা উজ্জ্বল হয়ে উঠেছে বাংলাদেশের।
এর আগে, বাছাইপর্বে দুর্দান্ত জয় দিয়ে শুরু করেছিল দুই দলই। তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়েছিল মিয়ানমার, আর বাংলাদেশ ৭-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল বাহরাইনকে। এই ম্যাচের ফলই এখন ঠিক করে দিতে পারে, কে যাবে মূল পর্বে।
কোচ পিটার বাটলার এই ম্যাচেও ভরসা রেখেছেন, বাহরাইন ম্যাচে মাঠে নামা একাদশের ওপর। তাদেরই পারফরম্যান্সে এবার মিয়ানমারের মত প্রতিপক্ষের বিপক্ষে লড়ছে লাল-সবুজের মেয়েরা।