যেভাবে মৃত্যু হয় জোটা ও তার ভাইয়ের

০৩ জুলাই ২০২৫, ০৭:২২ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৫:০৫ PM
দিয়েগো জোটা

দিয়েগো জোটা © সংগৃহীত

পর্তুগিজ নগরী পোর্তোতে জন্ম দিয়েগো জোটার। ছিলেন সময়ের অন্যতম প্রতিভাবান ফুটবলার। দেশ ও ক্লাব—দুই মঞ্চেই দুর্দান্ত ফর্মে থাকা এই তারকা সদ্যই স্বপ্নের মত একটি মৌসুম শেষ করেছেন। লিভারপুলের হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগ আর পর্তুগালের জার্সিতে উয়েফা নেশন্স লিগ জিতেছেন। ২৮ বছর বয়সে দুটি শিরোপা জিতে ছুটির আমেজে ছিলেন তিনি। কিন্তু নিয়তির নির্মম পরিহাস—অকালেই স্মৃতি হয়ে গেলেন।

স্পেনের জামোরায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এই পর্তুগিজ ফরোয়ার্ড। একই গাড়িতে থাকা তার ভাই আন্দ্রে সিলভাও ঘটনাস্থলেই মারা গেছেন। মাত্র ২৬ বছর বয়সী সিলভা নিজেও ছিলেন পেশাদার ফুটবলার—পর্তুগালের দ্বিতীয় স্তরের একটি ক্লাবে খেলতেন।

দিয়েগো জোটার এমন অকালপ্রয়াণে স্তব্ধ ফুটবল বিশ্ব। একসময় ভুলিয়ে দেওয়ার মত খেলা দেখানো এই ফরোয়ার্ড আজ শুধুই স্মৃতি। ফুটবল মাঠের সীমা পেরিয়ে চিরবিদায় নিলেন জোটা—যার জীবনের মহাকাব্য যেন শেষ হলো হঠাৎ করেই।

স্কাই স্পোর্টস বলছে, ছোট ভাই আন্দ্রে জোটার (২৬) সঙ্গে গাড়িতে ((ল্যাম্বরগিনি) ভ্রমণ করছিলেন দিয়োগো জোটা। স্থানীয় সময় রাত ১২টা ৪০ মিনিটের দিকে জামোরা প্রদেশের সানাব্রিয়ার এ–৫২ মহাসড়কে পৌঁছালে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে গিয়ে হঠাৎই আগুন ধরে যায়। আগুন দ্রুত পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের বনভূমিতেও ছড়িয়ে যায়। তাৎক্ষণিকভাবে ভাইসহ নিহত হন জোটা। এ ঘটনায় ১১২ জরুরি নম্বরে ফোন করে বিষয়টি জানান প্রত্যক্ষদর্শীরা ।

স্প্যানিশ পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, “দুর্ঘটনাস্থল থেকে পাওয়া তথ্যে জানা গেছে, একটি ল্যাম্বরগিনি অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় চাকার বিস্ফোরণের কারণে রাস্তা থেকে ছিটকে পড়ে। এরপর গাড়িটিতে আগুন ধরে যায়। দুর্ঘটনাটি রাত আনুমানিক ১২টা ৩০টার দিকে জামোরা প্রদেশের সানাব্রিয়া পৌরসভায় ঘটে। দুজন নিহত হয়েছে।” 

এদিকে মাত্র ১০ দিন আগেই দীর্ঘদিনের বান্ধবী রুট কার্ডোসোকে বিয়ে করেছিলেন জোটা। তিনটি সন্তান রয়েছে এই দম্পতির। এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে সেই বিয়ের ছবি।

আকস্মিক এই দুর্ঘটনায় প্রিয় খেলোয়াড়ের মৃত্যুতে শোক জানাচ্ছেন ফুটবলভক্তরা। জোটা ভাইদ্বয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে পর্তুগিজ ফুটবল ফেডারেশন। বিবৃতিতে তারা বলছে, “আমরা দুই চ্যাম্পিয়নকে হারিয়েছি। তাদের মৃত্যু পর্তুগিজ ফুটবলের জন্য অপূরণীয় ক্ষতি। প্রতিদিন তাদের অবদানকে সম্মান জানাতে আমরা সর্বোচ্চ চেষ্টা করব।”

দিয়োগো জোটা ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে ৪৪ দশমিক ৭ মিলিয়ন ইউরো চুক্তিতে লিভারপুলে যোগ দেন। অলরেডদের হয়ে ১৮২টি ম্যাচ খেলে ৬৫ গোল ও ২৬ অ্যাসিস্ট করেছেন তিনি। এ সময়ে লিভারপুলের হয়ে একটি প্রিমিয়ার লিগ (২০২৪-২৫), এফএ কাপ (২০২১-২২) ও লিগ কাপ (২০২১-২২) জিতেছেন এই ফরোয়ার্ড।

ফুটবল ক্যারিয়ারে ২০১৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়েও চুক্তিবদ্ধ হয়েছিলেন জোটা, যদিও ক্লাবটির হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। পরবর্তীতে পোর্তো ও উলভসে খেলতে গিয়ে তার দক্ষতা ফুটে ওঠে। এছাড়া পর্তুগাল জাতীয় দলের হয়ে ৪৯ ম্যাচ খেলেছেন।

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসবিরোধী অভিযান শুরু শিগগিরই: র‍্যাব ম…
  • ২০ জানুয়ারি ২০২৬
ফল পুনঃনিরীক্ষণের আবেদন শুরু কাল, করবেন যেভাবে 
  • ২০ জানুয়ারি ২০২৬
এসএসসির ফরম পূরণ নিয়ে নতুন নির্দেশনা 
  • ২০ জানুয়ারি ২০২৬
স্বীকৃতি কর্মস্পৃহা বাড়ায়, দায়িত্ববান মানুষ তৈরি করে: মাউশি…
  • ২০ জানুয়ারি ২০২৬
নির্বাচনি ব্যয়ের জন্য জনগণের কাছে অনুদান চেয়েছে এনসিপি 
  • ২০ জানুয়ারি ২০২৬
রাজধানীতে হাদির পরিবারকে ফ্ল্যাট দিচ্ছে সরকার
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9