সড়ক দুর্ঘটনায় নিভে গেল লিভারপুল তারকার জীবনপ্রদীপ
- টিডিসি স্পোর্টস
- প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ০২:৪৯ PM , আপডেট: ০৬ জুলাই ২০২৫, ০৭:১৭ PM

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন লিভারপুল ও পর্তুগালের জাতীয় দলের তারকা ফরোয়ার্ড দিয়োগো জোটা। স্পেনের জামোরা প্রদেশে এই দুর্ঘটনা ঘটেছে। এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ সংবাদমাধ্য়ম মার্কা।
জানা গেছে, দিয়োগো জোটা তার ছোট ভাই আন্দ্রে জোটার (২৬) সঙ্গে গাড়িতে ভ্রমণ করছিলেন। গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার বাইরে গিয়ে আগুন ধরে যায়। আগুন দ্রুত পুরো গাড়িতে ছড়িয়ে পড়ে এবং আশেপাশের বনভূমিতেও ছড়িয়ে যায়। এ ঘটনায় ১১২ জরুরি নম্বরে ফোন করে বিষয়টি জানান প্রত্যক্ষদর্শীরা ।
দিয়োগো জোটা ২০২০ সালে উলভারহ্যাম্পটন থেকে লিভারপুলে যোগ দেন ৪৪ দশমিক ৭ মিলিয়ন ইউরোর চুক্তিতে। লিভারপুলের হয়ে ১৮২টি ম্যাচ খেলে ৬৫ গোল ও ২৬ অ্যাসিস্ট করেছেন করেছেন তিনি। এ সময়ে লিভারপুলের হয়ে একটি প্রিমিয়ার লিগ (২০২৪-২৫), এফএ কাপ (২০২১-২২) ও লিগ কাপ (২০২১-২২) জিতেছেন এই ফরোয়ার্ড।
ফুটবল ক্যারিয়ারে ২০১৬ সালে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়েও চুক্তিবদ্ধ হয়েছিলেন জোটা, যদিও ক্লাবটির হয়ে কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেননি। পরবর্তীতে পোর্তো ও উলভসে খেলতে গিয়ে তার দক্ষতা ফুটে ওঠে।