উয়েফা নেশন্স লিগ: স্পেনকে হারিয়ে চ্যাম্পিয়ন পর্তুগাল
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ০৯ জুন ২০২৫, ০৮:৩৫ AM , আপডেট: ১১ জুন ২০২৫, ০৮:৪৯ AM

ফুটবল দুনিয়ায় উত্তেজনার যেন কমতি ছিল না উয়েফা নেশন্স লিগের ফাইনালের রাতে। শিরোপা লড়াইয়ে স্পেন ও পর্তুগালের মধ্যকার ফাইনাল ম্যাচে দেখা গেলো দারুণ এক নাটকীয়তা।
টানটান উত্তেজনার ম্যাচে নির্ধারিত সময়ের খেলা শেষ হয় ২-২ গোলে সমতায়। অতিরিক্ত সময়েও সমীকরণ বদলায়নি। শেষ পর্যন্ত টাইব্রেকারে গিয়েই নির্ধারিত হয় বিজয়ী। আর সেই লড়াইয়ে ৫-৩ গোলে স্পেনকে হারিয়ে শিরোপা জিতে নেয় ক্রিস্টিয়ানো রোনালদোর পর্তুগাল। নেশন্স লিগ ইতিহাসে প্রথম দল হিসেবে দুইবার চ্যাম্পিয়ন হয় দলটি।
ম্যাচের শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ২১ মিনিটে স্পেনের মার্টন জুবিমেন্দি লুজ বল পেয়ে ডান পায়ের দারুণ শটে বল জড়িয়ে দেন পর্তুগালের জালে। কিন্তু তাদের আনন্দ স্থায়ী হয় মাত্র পাঁচ মিনিট। ২৬ মিনিটে পেদ্রো নেতোর পাস থেকে নুনো মেন্ডেজ বক্সের বাম দিক থেকে দুর্দান্ত শটে গোল করে ম্যাচে ফেরান পর্তুগালকে।
প্রথমার্ধের অন্তিম মুহূর্তে আবার এগিয়ে যায় স্পেন। ডান দিক থেকে লামিনে ইয়ামালের পাস পেয়ে পেদ্রি সেটআপ করেন মিকেল ওইয়ারজাবালকে।
তিনি কোনো ভুল না করে শটে বল পাঠিয়ে দেন জালে, স্পেন এগিয়ে যায় ২-১ ব্যবধানে। দ্বিতীয়ার্ধে পর্তুগাল সমতায় ফেরার জন্য মরিয়া হয়ে ওঠে। এবং ৬১ মিনিটে অধিনায়ক রোনালদো নিজের ১৩৮তম আন্তর্জাতিক গোল করে দলকে ২-২ সমতায় ফেরান। মেন্ডেজের ডিফ্লেক্টেড ক্রস থেকে পাওয়া সুযোগে ক্লোজ রেঞ্জে ভলির শটে বল জড়িয়ে দেন স্প্যানিশ জালে।
বাকি সময় দুই দলই চেষ্টা চালিয়ে গেলেও আর কোনো গোল হয়নি। অতিরিক্ত সময়েও গোলশূন্য থাকায় খেলা গড়ায় টাইব্রেকারে। এখানেই নাটকের মঞ্চে পর্তুগাল রচনা করে বিজয়ের মহাকাব্য। গোলরক্ষক দিয়েগো কস্তা অসাধারণ দক্ষতায় ঠেকিয়ে দেন স্পেন অধিনায়ক আলভারো মোরাতার শট। অন্যদিকে পর্তুগাল একে একে পাঁচটি স্পট কিকেই বল পাঠায় জালে। শেষ শটটি রুবেন নেভেস নিখুঁতভাবে জড়িয়ে দেন জালে, আর তাতেই পর্তুগিজ শিবিরে শুরু হয় আনন্দের উল্লাস।