চুয়েটে আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা শুরু
- চুয়েট প্রতিনিধি
- প্রকাশ: ১৫ মে ২০২৫, ০৭:২৬ PM , আপডেট: ১০ জুলাই ২০২৫, ০৭:২২ PM
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শারীরিক শিক্ষা কেন্দ্রের আয়োজনে ‘আন্তঃহল ফুটবল প্রতিযোগিতা-২০২৫’ শুরু হয়েছে। বুধবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে উদ্বোধনী ম্যাচে কবি কাজী নজরুল ইসলাম হলের মুখোমুখি হয় শহীদ আবু সাঈদ হল।
এবারের আসরে বিশ্ববিদ্যালয়ের ৫টি ছাত্র আবাসিক হল অংশ নিচ্ছে। এবার মোট ১০টি ম্যাচ অনুষ্ঠিত হবে। সূচি অনুযায়ী, প্রতিদিন বিকেল ৫টা থেকে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
আগামী ২৯ মে বিকেল ৪টায় ফাইনাল মাঠে গড়াবে। এতে সর্বোচ্চ পয়েন্ট অর্জনকারী দুই দল অংশ নেবে।
হলগুলো হলো- কবি কাজী নজরুল ইসলাম হল, শহীদ মোহাম্মদ শাহ হল, ড. কুদরত-ই-খুদা হল, শহীদ তারেক হুদা হল এবং শহীদ আবু সাইদ হল।
এ প্রসঙ্গে চুয়েটের ছাত্রকল্যাণ দপ্তরের সহকারী পরিচালক অধ্যাপক ড. আবু মোয়াজ্জেম হোসেন জানান, ‘ফুটবল প্রতিযোগিতা আয়োজনের উদ্যোগটি খুবই প্রশংসনীয়। খেলাধুলার মাঝে থাকলে শিক্ষার্থীদের শারীরিক কসরতের পাশাপাশি মানসিক প্রশান্তির চাহিদাও পূরণ হয়। এটি তাদের মনকে উৎফুল্ল করতে এবং পড়ালেখায় আরও বেশি মনোনিবেশ করতে সহায়ক হবে।’