রাশিয়ার স্কোলকোভা ইনস্টিটিউটে স্নাতকোত্তর ও পিএইচডির সুযোগ

স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি
স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি   © সংগৃহীত

স্নাতকোত্তর ও পিএইচডিতে ফুল-ফ্রি স্কলারশিপ দিচ্ছে রাশিয়ার স্কোলকোভো ইনস্টিটিউট অব সায়েন্স এন্ড টেকনোলজি (স্কোলটেক)। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ১০ জুলাই পর্যন্ত।

পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে স্নাতকোত্তর পড়ুন যুক্তরাজ্যে

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা টিউশন ফি ছাড়াই পড়াশোনা করতে পারবেন। এছাড়াও উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ৪০ হাজার রাশিয়ান রুবেল প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪৫ হাজার টাকা। স্নাতকোত্তরের মেয়া ২ বছর। এবং পিএইচডির মেয়াদ ৩ বছর।

এ স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা কম্পিউটেশনাল সায়েন্স, ডেটা সায়েন্স, এনার্জি সিস্টেম, ইন্টারনেট অব থিংস এবং ওয়্যারলেস টেকনোলজিস, পদার্থ বিজ্ঞান, জীববিজ্ঞান, স্পেস এন্ড ইঞ্জিনিয়ারিং সিস্টেম, পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং ও ফোটোনিক্স এন্ড কোয়ান্টাম নিয়ে স্নাতকোত্তরে পড়াশোনা করতে পারবেন। এছাড়াও কম্পিউটেশনাল সায়েন্স, ডেটা সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইঞ্জিনিয়ারিং সিস্টেম, পদার্থবিদ্যা, প্রকৌশল, গণিত ও পেট্রোলিয়াম ইঞ্জিনিয়ারিং বিষয়ে পিএইচডি করতে পারবেন।

স্কোলকোভো ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (স্কোলটেক) রাশিয়ার মস্কোতে অবস্থিত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়। ২০১১ সালে এটি প্রতিষ্ঠিত হয়েছিল।

আরও পড়ুন ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পিএইচডি করুন ব্রিটিশ কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে

সুযোগ-সুবিধাসমূহঃ

* কোনো টিউশন ফি লাগবে না।
* উপবৃত্তি হিসেবে প্রতি মাসে ৪০ হাজার রাশিয়ান রুবেল প্রদান করা হবে। বাংলাদেশি টাকায় যার পরিমাণ প্রায় ৪৫ হাজার টাকা।
* স্বাস্থ্যবীমা প্রদান করা হবে।

যোগ্যতার মানদণ্ড:

* স্নাতকোত্তরের জন্য স্নাতকে ভালো ভালো ফলধারী হতে হবে।
* পিএইচডির জন্য স্নাতকোত্তরে ভালো ফলধারী হতে হবে।
* ইংরেজি দক্ষতা সনদ প্রেদর্শন করতে হবে। আইইএলটিএস এ ন্যূনতম ৬ স্কোর পেতে হবে অথবা টোয়েফল এ ন্যূনতম ৮০ স্কোর তুলতে হবে।

প্রয়োজনীয় নথিপত্র:

* আবেদনকারীর পাসপোর্ট।
* একাডেমিক পেপারস।
* দুইটি রেফারেন্স লেটার।
* স্টেটমেন্ট অব পারপাস।
* জীবন বৃত্তান্ত্ব (সিভি)।
* ইংরেজি দক্ষতা সনদ।
* রিসার্চ প্রপোজাল (পিএইচডি)।

আবেদন পদ্ধতিঃ

অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে ক্লিক করুন এখানে। বিস্তারিত জানতে পড়ুন


সর্বশেষ সংবাদ