বিদেশে উচ্চশিক্ষা

জেনে নিন আরব আমিরাতের সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে

০৫ নভেম্বর ২০২৫, ০৬:০৩ PM
আরব আমিরাতে পড়াশোনা করতে চাইলে জেনে নিন সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে

আরব আমিরাতে পড়াশোনা করতে চাইলে জেনে নিন সেরা ১০ স্কলারশিপ সম্পর্কে © সংগৃহীত

মধ্যপ্রাচ্যের অর্থনৈতিক ও প্রযুক্তিগত অগ্রগতির শীর্ষ দেশ সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। এখন বিশ্বজুড়ে উচ্চশিক্ষার নতুন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে দেশটি। উন্নত অবকাঠামো, বিশ্বমানের বিশ্ববিদ্যালয় ও বহুসাংস্কৃতিক শিক্ষাবান্ধব পরিবেশের কারণে দেশটি বিদেশি শিক্ষার্থীদের কাছে দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে ইউএইয়ের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য ঘোষণা করেছে পূর্ণ ও আংশিক ফান্ডেড অসংখ্য স্কলারশিপ। এসব বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রযুক্তি, ব্যবসা, মানববিদ্যা, বিমানচালনা ও চিকিৎসাসহ বিভিন্ন বিষয়ে পড়াশোনার সুযোগ পাবেন।

চলুন জেনে নিই, ইউএই-এর শীর্ষ ১০টি স্কলারশিপ প্রোগ্রাম সম্পর্কে

১. এমবিজেডইউএআই স্কলারশিপ

কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে বিশ্বের প্রথম পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় মোহাম্মদ বিন জায়েদ ইউনির্ভাসিটি অব আর্টফিশিয়াল ইন্টিলিজেন্স (এমবিজেডইউএআই)। পড়াশোনার প্রায় সব খরচ মেলে এ বৃত্তিতে। স্নাতকোত্তর ও পিএইচডি প্রোগ্রামে মাসে মাসে মিলবে হাত খরচ।

*বৃত্তির ধরন: ফুল ফান্ডেড;

*যোগ্যতা: মাস্টার্স ও পিএইচডি প্রোগ্রাম;

*সুবিধা: সম্পূর্ণ টিউশন ফি মওকুফ, মাসিক ভাতা (১৫,০০০ দিরহাম–মাস্টার্স, ১৭,৫০০ দিরহাম–পিএইচডি), আবাসন ও স্বাস্থ্যবিমা, ভিসা স্পনসরশিপ;

*আবেদনের শেষ সময়: ১৫ ডিসেম্বর ২০২৫;

আরও পড়ুন: জেনে নিন মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ সম্পর্কে

২. খলিফা ইউনিভার্সিটি স্কলারশিপ

ইউএইর অন্যতম গবেষণাধর্মী প্রতিষ্ঠান খলিফা ইউনিভার্সিটি, যেখানে শিক্ষার্থীরা পিএইচডি পর্যায়ে পড়াশোনার সুযোগ পাবেন।

*বৃত্তির ধরন: ফুল ফান্ডেড;

*সুবিধা: টিউশন ফি মওকুফ, মেডিকেল ইনস্যুরেন্স, আন্তর্জাতিক কনফারেন্সে অংশগ্রহণের সুযোগ, মাসিক ভাতা;

*আবেদন ফি: নেই;

খলিফা ইউনিভার্সিটিতে আংশিক ফান্ডেড বৃত্তিও দেওয়া হয়, যা বৃত্তির স্তর অনুযায়ী নির্ধারিত হয়।

৩. আবুধাবি ইউনিভার্সিটি স্কলারশিপ (ADU)

আবুধাবি বিশ্ববিদ্যালয় স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য একাডেমিক কৃতিত্ব ও সহশিক্ষা কার্যক্রমের ভিত্তিতে বৃত্তি প্রদান করে।

*বৃত্তির ধরন: পূর্ণ ও আংশিক;

*লক্ষ্য: মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় উৎসাহিত করা এবং ইউএই-এর শিক্ষার মান উন্নয়ন;

৪. ইউএই ইউনিভার্সিটি স্কলারশিপ

দেশটির প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয় সংযুক্ত আরব আমিরাত বিশ্ববিদ্যালয় বিদেশি শিক্ষার্থীদের জন্য দিচ্ছে চমৎকার সুযোগ।

*বৃত্তির ধরন: পূর্ণ ও আংশিক (৫০–৭৫% টিউশন ফি ছাড়);

*যোগ্যতা: স্নাতক পর্যায়ের শিক্ষার্থী;

আরও পড়ুন: জেনে রাখুন বিশ্বসেরা ২৯ স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট

৫. এমিরেটস অ্যাভিয়েশন ইউনিভার্সিটি স্কলারশিপ

বিমানচালনা ও এভিয়েশন ম্যানেজমেন্টে আগ্রহীদের জন্য এমিরেটস গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান এমিরেটস অ্যাভিয়েশন ইউনিভার্সিটি অফার করছে আকর্ষণীয় বৃত্তি।

*বিশেষত্ব: বিমানবিষয়ক উচ্চমানের শিক্ষা ও আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ;

৬. জায়েদ ইউনিভার্সিটি স্কলারশিপ

ইউএই-এর প্রতিষ্ঠাতা শেখ জায়েদ বিন সুলতান আল নাহিয়ানের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়টি সৃজনশীল ও উদ্ভাবনী শিক্ষার্থীদের উৎসাহ দিতে দেয় পূর্ণ ও আংশিক বৃত্তি।

*সুবিধা: আর্থিক সহায়তা, মাসিক ভাতা ও আবাসন সুবিধা;

৭. আমেরিকান ইউনিভার্সিটি ইন দুবাই (AUD) স্কলারশিপ

ব্যবসা, প্রকৌশল ও স্থাপত্যে বিশ্বমানের শিক্ষা দিতে AUD প্রদান করছে ফুল ফান্ডেড বৃত্তি।

*মানদণ্ড: নেতৃত্বগুণ, অ্যাকাডেমিক সাফল্য ও সামাজিক অবদান;

আরও পড়ুন: বিদেশে উচ্চশিক্ষা: জেনে নিন যুক্তরাষ্ট্রের ফুল-ফ্রি ১৬ স্কলারশিপ সম্পর্কে

৮. বোহেরিঙ্গার ইনগেলহেইম ফান্ডস এমডি ফেলোশিপ ২০২৫

চিকিৎসা গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ।

*সুবিধা: মাসিক ভাতা, গবেষণা ভ্রমণ অনুদান, ব্যক্তিগত পরামর্শ ও অ্যালামনাই নেটওয়ার্কে যুক্ত হওয়ার সুযোগ;

৯. কানাডিয়ান ইউনিভার্সিটি দুবাই স্কলারশিপ

আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য একাধিক বৃত্তি চালু করেছে কানাডিয়ান ইউনিভার্সিটি দুবাই (CUD)।

*বৃত্তির ধরন: পূর্ণ ও আংশিক;

*যোগ্যতা: স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থী;

১০. মোহাম্মদ বিন রশিদ আল মাকতুম গ্লোবাল ইনিশিয়েটিভস স্কলারশিপ

সামাজিক উন্নয়ন ও মানবসম্পদ বিকাশে অবদান রাখার লক্ষ্য নিয়ে এই প্রোগ্রামটি পরিচালিত হয়।

*সুবিধা: সর্বোচ্চ ১০০ শতাংশ টিউশন ফি কভার, অতিরিক্ত খরচ আবেদনকারীর নিজস্ব বহনযোগ্য;

ইউএইর এসব স্কলারশিপ শুধু পড়াশোনার সুযোগ নয়, বরং নেতৃত্বগুণ, গবেষণা দক্ষতা ও বৈশ্বিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাওয়া যায়। প্রযুক্তি, বিমানচালনা, চিকিৎসা কিংবা ব্যবসা যে ক্ষেত্রেই আগ্রহ থাকুক না কেন, ইউএই হতে পারে আপনার আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ধাপ। 

আরো বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবিতে গাজীপুরে সড়ক অবরোধ
  • ১৬ জানুয়ারি ২০২৬
এবার সংবাদ সম্মেলনের ঘোষণা দিল ইসলামী আন্দোলন
  • ১৬ জানুয়ারি ২০২৬
আলোচনা করতে বাংলাদেশে আসছে আইসিসির প্রতিনিধি দল
  • ১৫ জানুয়ারি ২০২৬
জোটে যেসব আসন পেল এনসিপি
  • ১৫ জানুয়ারি ২০২৬
যেসব আসনে প্রার্থী দিল জামায়াত
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’ জোটে ইসলামী আন্দোলনের জন্য কয়টি আসন থাক…
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9