গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপে পড়াশোনার সুযোগ অস্ট্রেলিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে
- টিডিসি ডেস্ক
- প্রকাশ: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৪৯ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৩:৫০ PM
আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্নাতকোত্তর ও পিএইচডিতে পড়ার সুযোগ দিচ্ছে অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়। গ্র্যাজুয়েট রিসার্চ স্কলারশিপের আওতায় নির্বাচিত মেধাবী শিক্ষার্থীদের এই স্কলারশিপ প্রদান করা হবে। বাংলাদেশসহ যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় ১ অক্টোবর ২০২৫।
১৮৯০ সালে প্রতিষ্ঠিত তাসমানিয়া বিশ্ববিদ্যালয় অস্ট্রেলিয়ার চতুর্থ প্রাচীনতম বিশ্ববিদ্যালয় ও বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম। অত্যাধুনিক গবেষণা সুবিধা ও উদ্ভাবনী প্রকল্পের কারণে বিশ্ববিদ্যালয়টি আন্তর্জাতিকভাবে স্বীকৃত। এই স্কলারশিপের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান, প্রকৌশল, স্বাস্থ্য, ব্যবসা, সৃজনশীল শিল্প, আইন, শিক্ষাসহ নানা বিষয়ে গবেষণার সুযোগ পাবেন।
সুযোগ-সুবিধা—
*প্রতিবছর ভাতা হিসেবে ৩৩,৫১১ ডলার প্রদান করবে;
*আন্তর্জাতিক শিক্ষার্থীদের স্থানান্তর অনুদান হিসেবে ২০০০ ডলার প্রদান করবে;
*স্বাস্থ্যবিমা প্রদান করবে;
আরও পড়ুন: স্কলারশিপে স্নাতক করুন কানাডায়, লাগবে না টিউশন ফি, আবাসনসহ দেবে নানা সুবিধা
আবেদনের যোগ্যতা—
*স্নাতকোত্তরের জন্য স্নাতক ও পিএইচডির জন্য স্নাতকোত্তর পাস হতে হবে;
*অ্যাকাডেমিক ফলাফল ভালো হতে হবে;
*ইংরেজি ভাষায় দক্ষ হতে হবে;
*সব জাতীয়তার শিক্ষার্থীদের জন্য এই স্কলারশিপটি উন্মুক্ত;
*গবেষণায় অভিজ্ঞতা ও শক্তিশালী অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ড থাকতে হবে;
*বিশ্ববিদ্যালয়ের অগ্রাধিকারপ্রাপ্ত গবেষণাক্ষেত্রের সঙ্গে মিল রয়েছে এমন প্রার্থীরা অগ্রাধিকার পাবেন;
আরও পড়ুন: বিনা মূল্যে পিএইচডি করুন যুক্তরাজ্যে, লাগবে না টিউশন ফি-দেবে উপবৃত্তিও
প্রয়োজনীয় নথিপত্র—
*গবেষণা প্রস্তাবনা;
*সিভি ও দুজন রেফারির যোগাযোগ তথ্য;
*অ্যাকাডেমিক ট্রান্সক্রিপ্ট ও সার্টিফিকেট;
*ইংরেজি ভাষাদক্ষতার প্রমাণপত্র;
*পাসপোর্টের কপি;
*সুপারভাইজারি সাপোর্ট ফরম;
আরও পড়ুন: সম্পূর্ণ টিউশন ফি নিয়ে পড়ুন রাশিয়ায়, আবেদন স্নাতকোত্তর-পিএইচডিতে
আবেদন প্রক্রিয়া—
আবেদন করতে হলে শিক্ষার্থীদের আগে সুপারভাইজারি টিমের সঙ্গে যোগাযোগ করতে হবে। অনলাইনে আবেদন করা যাবে।
আবেদন করতে এবং আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের ধাপ—
*নিজের গবেষণার আগ্রহ ও দক্ষতার সঙ্গে মিল আছে এমন একটি প্রকল্প নির্বাচন করতে হবে;
*প্রয়োজনীয় নথিপত্র জমা দিতে হবে;
আবেদনের শেষ তারিখ: আগামী ১ অক্টোবর ২০২৫।