ফুলব্রাইট স্কলারশিপে শিক্ষকতার সুযোগ যুক্তরাষ্ট্রে, আবেদন করুন দ্রুতই

যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করতে চাইলে আবেদন করুন ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে
যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করতে চাইলে আবেদন করুন ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামে   © সংগৃহীত

স্কলারশিপের মাধ্যমে যুক্তরাষ্ট্রে শিক্ষকতা করতে ইচ্ছুক বাংলাদেশি তরুণ-তরুণীদের জন্য রয়েছে দারুণ সুযোগ। যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলা ভাষায় শিক্ষকতার সুযোগ রেখে আবেদন গ্রহণের ঘোষণা দিয়েছে ঢাকার মার্কিন দূতাবাস। ২০২৬–২৭ শিক্ষাবর্ষে ফুলব্রাইট ফরেন ল্যাঙ্গুয়েজ টিচিং অ্যাসিস্ট্যান্ট (এফএলটিএ) নামের এই প্রোগ্রামের মাধ্যমে এ সুযোগ প্রদান করা হবে। বাংলাদেশি যেসব তরুণ শিক্ষকতা পেশায় নিযুক্ত আছেন (আমেরিকান স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার প্রশিক্ষক) তারা ফুলব্রাইট এফএলটিএ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ৩১ জুলাই ২০২৫।

ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাসের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশি তরুণ—যারা শিক্ষকতা করছেন (আমেরিকান স্টাডিজ, জার্নালিজম অ্যান্ড মিডিয়া, আমেরিকান/ইংরেজি সাহিত্য ও বাংলা ভাষার প্রশিক্ষক) তারা ফুলব্রাইট এফএলটিএ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। মার্কিন পররাষ্ট্র দপ্তরের আর্থিক সহায়তায় ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এডুকেশন (আইআইই) এই প্রোগ্রাম পরিচালনা করে।

ফুলব্রাইট এফএলটিএ প্রোগ্রামে যুক্তরাষ্ট্রে যাওয়া ফেলোরা মার্কিন ও আন্তর্জাতিক শিক্ষার্থীদের বাংলা ভাষা শেখাবেন। ফেলো ও তাদের শিক্ষার্থীদের একে অপরের সংস্কৃতি ও সমাজ সম্পর্কে জানার একটি অনন্য সুযোগ থাকবে এ প্রোগ্রামে।

ফুলব্রাইটে অংশগ্রহণকারীরা প্রতি সপ্তাহে ২০ ঘণ্টা ভাষা ক্লাসে সহায়তা করতে পারবেন। প্রতি সেমিস্টারে কমপক্ষে দুটি কোর্সে তা করবেন। এর মধ্যে একটি মার্কিন স্টাডিজের। ২০০৬ সাল থেকে প্রায় ৫০ বাংলাদেশি শিক্ষাবিদ এ মর্যাদাপূর্ণ শিক্ষা বিনিময়ে অংশগ্রহণ করেছেন।

যুক্তরাষ্ট্রে পড়াশোনার জন্য সম্মানজনক ও খ্যাতনামা স্কলারশিপ প্রোগ্রাম হলো ফুলব্রাইট স্কলারশিপ প্রোগ্রাম। যুক্তরাষ্ট্রের সাবেক সিনেটর জেমস উইলিয়াম ফুলব্রাইট ১৯৪৫ সালে সিনেটে স্কলারশিপ দেওয়ার জন্য বিল উত্থাপন করেন। ১৯৪৬ সাল থেকে তার নামানুসারে এই স্কলারশিপ প্রোগ্রাম চালু হয়। 

সুযোগ-সুবিধা—

নয় মাস মেয়াদি নন-ডিগ্রি এই প্রোগ্রামের আওতায় বৃত্তিপ্রাপ্তরা বিনা খরচে যুক্তরাষ্ট্রের কলেজ/বিশ্ববিদ্যালয়ে বিদেশি শিক্ষার্থীদের বাংলা ভাষা শিক্ষা দেবেন। নিজের অভিজ্ঞতা শেয়ার করবেন। পেশাগত দক্ষতা অর্জন ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করতে পারবেন।

আরও পড়ুন: স্কলারশিপে স্নাতকোত্তর-পিএইচডির সুযোগ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, বছরে উপবৃত্তি মিলবে ২৯ লাখ টাকা

আবেদনের যোগ্যতা—

 

*বাংলাদেশের নাগরিক হতে হবে;

*পূর্ণাঙ্গ আবেদন করতে হতে আগ্রহীদের;

*বিশ্ববিদ্যালয় পর্যায়ে সাত বছরের বেশি সময় ধরে ইংরেজি বা সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে;

*বাংলাদেশের স্বীকৃত কোনো সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে কমপক্ষে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে;

*ইংরেজি ভাষায় পারদর্শী হতে হবে;

*টোয়েফলে ন্যূনতম ৮০ কিংবা আইইএলটিএসে ন্যূনতম সাত স্কোর থাকতে হবে;

আরও পড়ুন: প্রেসিডেনশিয়াল স্কলারশিপে স্নাতকের সুযোগ বোস্টন ইউনিভার্সিটিতে, বছরে দেবে ৩০ লাখ টাকা

আবেদন প্রক্রিয়া—

অনলাইনে আবেদন করা যাবে। নির্দেশাবলি অনুসরণ করে প্রথমে আবেদনকারীকে একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। 

আবেদন ফরম পেতে এখানে ক্লিক করুন।

আবেদনপদ্ধতিসহ অন্যান্য বিষয়ে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ তারিখ: আগামী ৩১ জুলাই ২০২৫।


সর্বশেষ সংবাদ