পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় সহায়তা দেবে ইউজিসি

২৬ জুন ২০২৫, ০৫:৩০ PM , আপডেট: ২৭ জুন ২০২৫, ০১:৫৮ PM
পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় সহায়তা দিচ্ছে ইউজিসি

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের গবেষণায় সহায়তা দিচ্ছে ইউজিসি © সংগৃহীত

পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মৌলিক গবেষণায় সহায়তা দেবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। শিক্ষকদের মৌলিক গবেষণায় আর্থিক সহায়তার জন্য আগামী ১৬ জুলাইয়ের মধ্যে ইউজিসির ওয়েবসাইটে প্রবেশ করে নির্ধারিত ফরম পূরণ করে অনলাইনে আবেদন করতে বলা হয়েছে। এতে শিক্ষকপ্রতি দুই লাখ ৬০ হাজার থেকে তিন লাখ টাকা পর্যন্ত অর্থসহায়তা দেওয়া হবে। মঙ্গলবার (১৭ জুন) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে ইউজিসি।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষকের জন্য অনলাইনে গবেষণা প্রকল্প প্রস্তাব জমার বিষয়টি উন্মুক্ত। তবে প্রভাষকদের ন্যূনতম যোগ্যতা হিসেবে পিএইচডি ডিগ্রি থাকা বাধ্যতামূলক করা হয়েছে।

এদিকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের কোনো গবেষক ইউজিসির অর্থায়নে কোনো গবেষণাকর্মে যুক্ত থাকলে তা সম্পন্ন না হওয়া পর্যন্ত আবেদন করতে পারবেন না। নতুন করে আবেদনকারী গবেষকরা একাধিক ক্যাটাগরিত গবেষণা প্রস্তাব জমা দিতে পারবেন না। তবে তিনি গবেষণা প্রস্তাবের প্রধান না হলে অন্য প্রধান গবেষকের প্রস্তাবে গবেষণা সহযোগী হতে বাধা নেই। 

কলা ও মানবিক, সামাজিক বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা শাখার গবেষণায় মিলবে ২ লাখ ৬০ হাজার টাকা। বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা শাখার জন্য তিন লাখ টাকা বরাদ্দ পাবেন শিক্ষকেরা।

গবেষণা অনুদান হিসেবে ইউজিসি থেকে দেওয়া অর্থ ব্যয় ও প্রকল্প বাস্তবায়নের বিষয়ে সংশ্লিষ্ট গবেষকদের ইউজিসের শর্ত ও নির্দেশনাগুলো মেনে চলতে হবে। গবেষণা প্রকল্প প্রস্তাব জমা দেওয়ার বিষয়ে বিস্তারিত সব তথ্য পাওয়া যাবে ইউজিসির ওয়েবসাইট www.ugc.gov.bd-তে।

অনলাইনে দাখিল করা প্রকল্প প্রস্তাবের ৪ সেট রেজিস্ট্রারের মাধ্যমে পরিচালক, রিসার্চ গ্রান্টস অ্যান্ড অ্যাওয়ার্ড ডিভিশন, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, আগারগাঁও, শেরেবাংলা নগর, ঢাকা ১২০৭ ঠিকানায় আগামী ১৬ জুলাইয়ের মধ্যে পাঠাতে হবে।

ইউজিসির বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।

ব্র্যাক ইউনিভার্সিটি বিভিন্ন বিভাগে নিয়োগ দেবে শিক্ষক, আবেদ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
জুলাই যোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম ‘অভ্যুত্থান বাস্তবায়ন আন্দ…
  • ২৪ জানুয়ারি ২০২৬
মানুষ বিএনপিকে সাড়া দিচ্ছে না: নাহিদ ইসলাম
  • ২৪ জানুয়ারি ২০২৬
প্রাইমারি শিক্ষার ওপর জোর দিতে চাচ্ছি: তারেক রহমান
  • ২৪ জানুয়ারি ২০২৬
মিডল্যান্ড ব্যাংক নিয়োগ দেবে রিলেশনশিপ অফিসার, কর্মস্থল ঢাকা
  • ২৪ জানুয়ারি ২০২৬
আগামীকাল ফেনী আসছেন তারেক রহমান, পরিচয় করিয়ে দেবেন ১৩ প্রার…
  • ২৪ জানুয়ারি ২০২৬