বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

১৬ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৩ PM
বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন

বাউবিতে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপন © সংগৃহীত

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশে মহান বিজয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। দিবসের কর্মসূচির অন্যতম অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম সাভার জাতীয় স্মৃতিসৌধে পুস্পার্ঘ্য অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে বীর শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে উপাচার্য অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, মহান বিজয় দিবস আমাদের জাতির গৌরবের অনন্য শিখর। জাতির সূর্যসন্তানদের আত্মত্যাগ, অদম্য সাহস ও রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি লাল-সবুজের পতাকা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। এই বিজয় শুধু ভূখণ্ডের নয়—এটি মর্যাদা, মানবিক মূল্যবোধ ও স্বাধীন স্বপ্নের বিজয়। বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার স্বপ্ন বাস্তবায়নই শহিদদের প্রতি প্রকৃত শ্রদ্ধা। অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনই নতুন প্রজন্মকে সাম্য, ন্যায় ও অগ্রগতির বাংলাদেশ উপহার দিতে হবে।

এ সময় বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, প্রো-ভিসি (প্রশাসন) অধ্যাপক সাঈদ ফেরদৌস, ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমানসহ বিভিন্ন স্কুলের ডিন, বিভাগীয় পরিচালক, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

এর আগে দিবসের শুরুতে সূর্যোদয়ের সাথে সাথে গাজীপুর ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে বিশ্ববিদ্যালয় গাজীপুর মূল ক্যাম্পাসে বিভিন্ন ব্যানার প্রদর্শন, বর্ণিল আলোকসজ্জায় সজ্জিতকরণ এবং যোহরের নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীরদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

এ ছাড়াও সারা দেশে বাউবির বিভিন্ন আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রেও বিজয় দিবসের তাৎপর্য তুলে ধরে ব্যানার প্রদর্শন, স্থানীয় প্রশাসনের সাথে সামঞ্জস্য রেখে মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনসহ নানা কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশের শুল্ক কমানোর প্রস্তাব, ইতিবাচক আশ্বাস মার্কিন বা…
  • ০৯ জানুয়ারি ২০২৬
শিক্ষক নিয়োগ দেবে গণ বিশ্ববিদ্যালয়, আবেদন সরাসরি-ডাকযোগে
  • ০৯ জানুয়ারি ২০২৬
ব্যালট পেপার পরিবহনে বিশেষ নিরাপত্তা নিশ্চিতে ইসির নির্দেশনা
  • ০৯ জানুয়ারি ২০২৬
বিএনপি-জামায়াত কি জাতীয় সরকার গঠন করবে?
  • ০৯ জানুয়ারি ২০২৬
শেষ হলো চবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা, প্রশ্ন দেখুন
  • ০৯ জানুয়ারি ২০২৬
রাতে খাবার পর যে ৫ অভ্যাসে দূর হবে বদহজম
  • ০৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9