প্রমোশন নয়, জ্ঞানভিত্তিক গবেষণার প্রসারই প্রবন্ধ প্রকাশের মূল লক্ষ্য: বাউবি উপাচার্য

১৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৫ PM
বাউবিতে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম।

বাউবিতে আয়োজিত সেমিনারে বক্তব্য রাখছেন উপাচার্য ড. এ বি এম ওবায়দুল ইসলাম। © টিডিসি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে (বাউবি) ‘সূচিকৃত জার্নালে গবেষণা প্রবন্ধ প্রণয়ন ও প্রকাশনা’ (Preparation and Publication of Research Articles in Indexed Journals) বিষয়ক এক সেমিনার গাজীপুরস্থ ক্যাম্পাসের সম্মেলন ও প্রশিক্ষণ কেন্দ্রের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) আয়োজিত এ সেমিনারে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। তিনি বলেন, ‘গবেষণা প্রবন্ধ প্রকাশের ক্ষেত্রে ধৈর্য, সততা ও মান বজায় রাখা অত্যন্ত জরুরি। প্লেজারিজম পরিহার করে সঠিকভাবে গবেষণার ডেটা বিশ্লেষণ ও ব্যাখ্যা দিতে পারলেই আন্তর্জাতিক মানের জার্নালে প্রবন্ধ প্রকাশ সম্ভব। নেতিবাচক ফলাফলও গবেষণার অংশ এবং সঠিকভাবে উপস্থাপন করলে তা মূল্যবান অবদান হয়ে ওঠে। তিনি জোর দিয়ে বলেন, কেবল প্রমোশন পাওয়ার জন্য নয়, বরং বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন ও গবেষণার অগ্রগতির স্বার্থেই মানসম্পন্ন গবেষণা প্রবন্ধ রচনা করতে হবে। প্রমোশন নয়, জ্ঞানভিত্তিক গবেষণার প্রসারই প্রবন্ধ প্রকাশের মূল লক্ষ্য।’

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. আবুল হাসনাত মোহা. শামীম। তিনি বলেন, মানসম্মত গবেষণা প্রবন্ধ প্রকাশে উপযুক্ত জার্নাল নির্বাচন, স্পষ্ট উপস্থাপন, প্লেজারিজম এড়িয়ে চলা ও রিভিউ মন্তব্য অনুযায়ী সংশোধন অত্যন্ত জরুরি; ধৈর্য ও সততাই এখানে সফলতার মূল চাবিকাঠি।

অনুষ্ঠানে মুখ্য আলোচক ছিলেন চিফ এডিটর, জার্নাল অব অ্যাডভান্সড ভেটেরিনারি অ্যান্ড এনিম্যাল রিসার্চ এবং বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, মাইক্রো বায়োলজি অ্যান্ড হাইজিন বিভাগের অধ্যাপক ড. কেএইচএম নাজমুল হোসাইন নাজির। তিনি বলেন, ‘গবেষণা প্রবন্ধ প্রণয়ন একটি সৃজনশীল ও ধৈর্যসাধ্য কাজ। মৌলিকত্ব বজায় রাখা, সঠিক গবেষণা পদ্ধতি অনুসরণ, ইতিবাচক ও নেতিবাচক ফলাফলের সঠিক উপস্থাপন এবং সততা-নিরপেক্ষতা মানসম্মত প্রবন্ধ রচনার জন্য অপরিহার্য। আন্তর্জাতিক জার্নালে প্রকাশে ভাষাগত দক্ষতা, সঠিক কাঠামো ও রিভিউয়ারদের পরামর্শের প্রতিফলনই সফলতার মূল চাবিকাঠি।’

আইকিএসির পরিচালক অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক মো. আনিছুর রহমান, বিভিন্ন স্কুলের ডিন ও সকল শিক্ষক অংশ নেন। সেমিনার উপস্থাপনা করেন আইকিউএসির অতিরিক্ত পরিচালক অধ্যাপক ড. মোহাম্মদ জহির রায়হান।

ট্যাগ: বাউবি
শাবিপ্রবির ভর্তি পরীক্ষা সম্পন্ন, ফলাফল কবে?
  • ১৫ জানুয়ারি ২০২৬
নবম পে-স্কেলের গ্রেড ইস্যু চূড়ান্ত করল কমিশন
  • ১৫ জানুয়ারি ২০২৬
স্কয়ার ফুড নিয়োগ দেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন শেষ ২০ জান…
  • ১৫ জানুয়ারি ২০২৬
ফরিদপুর-১ আসনে প্রার্থিতা ফিরে পেলেন আরিফুর রহমান দোলন
  • ১৫ জানুয়ারি ২০২৬
চলন্ত বাসে কলেজছাত্রীকে রাতভর দলবদ্ধ ধর্ষণ, চালকসহ আটক ৩
  • ১৫ জানুয়ারি ২০২৬
‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান বিএনপির
  • ১৫ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9