বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীতের আমেজ
- আব্দুল্লাহ আল মামুন
- প্রকাশ: ০১ ডিসেম্বর ২০২৫, ০৮:১৮ AM
ষড়ঋতুর দেশ বাংলাদেশ। হেমন্তের পরেই সকালের কুয়াসা আর ঠান্ডা বাতাস প্রকৃতিতে নিয়ে আসে শীতের আগমনির বার্তা। দক্ষিণবঙ্গের শিক্ষার বাতিঘরখ্যাত বরিশাল বিশ্ববিদ্যালয়ের ৫৩ একরের ক্যাম্পাসেও দেখা দিয়েছে শীতের আমেজ। কুয়াশার চাদরে ঢাকা শীতের সকাল শিক্ষার্থীদের মনে তৈরি করে এক নতুন আবহ। সকালে শিশিরে ভেজা ক্যাম্পাসের ঘাসগুলো যেন প্রাণ ফিরে পায়। ক্যাম্পাসের পাশে থাকা কীর্তনখোলার বাতাস, কুয়াশার চাদরে মোড়ানো সকাল, পাখির কিচিরমিচির শব্দ, শিশিরবিন্দুতে চিকচিক করা সকালের সূর্য, দিনের মৃদু হিমেল হাওয়া এবং সন্ধ্যার হালকা কুয়াশা—সব মিলিয়ে ক্যাম্পাসে তৈরি করে এক নৈসর্গিক পরিবেশ।
শীতের সকালের স্নিগ্ধ বাতাসে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠ, মুক্তমঞ্চসহ ক্যাম্পাসের রাস্তাগুলোতে শিক্ষক-শিক্ষার্থীদের দেখা মেলে শরীরচর্চায়। শীতকাল এলেই লাল দেয়ালের ববি ক্যাম্পাস সাজে তার আপন মনে ডালিয়া, অ্যাস্টার, ডেইজি, কসমস,জিনিয়া, সিলভিয়া, গ্ল্যাডিওলাস, গাঁদা, শিউলিসহ নানান প্রজাতির ফুলে। অনেক শিক্ষার্থীকে সকালে শিউলি ফুল কুড়াতে দেখা যায়। আবার অনেককেই কুড়ানো ফুলগুলো দিয়ে মুক্তমঞ্চে বসে মালা গাঁথতে দেখা যায়।
শীতকালে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নাম ও লোগোযুক্ত হুডি পরে ক্যাম্পাসে আসে। শীতকে কেন্দ্র করে বরিশাল বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোরে বিক্রি হতে দেখা যায় শীতের বিভিন্ন পোশাক। অনেক শিক্ষার্থী উদ্যোক্তা হয়ে নিজেরাই এসব পোশাক বিক্রি করছেন।
ক্যাম্পাসের সামনে, বিশ্ববিদ্যালয়ের পাশে ভোলা রোডে বিকেল থেকেই বিক্রি হতে থাকে বিভিন্ন ধরনের শীতের পিঠা। শিক্ষার্থীরা শীতের পিঠা খেতে খেতে ডুবে যায় আড্ডায়, আবার কেউ ডুবে যায় রাজনৈতিক আলোচনায়।
শীত আসলেই বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শুরু হয় ব্যাডমিন্টন খেলা। সন্ধ্যা থেকে শুরু করে অর্ধরাত পর্যন্ত চলতে থাকে এ খেলা। আবাসিক হলগুলোর পাশে ও কেন্দ্রীয় খেলার মাঠে সন্ধ্যা নামতেই জমে ওঠে ব্যাডমিন্টন ও নাইট শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট। এসব খেলায় শুধু শিক্ষার্থীরাই নয়, শিক্ষকদেরও অংশ নিতে দেখা যায়।
ক্যাম্পাসে শীতের সৌন্দর্য নিয়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী হালিমা খাতুন কেয়া বলেন, 'যেন সজীবতা আর ধোঁয়াশায় ঘেরা আবদ্ধ এক ক্যাম্পাস!
শিক্ষার্থীদের নরম পদচারণায় শিশিরভেজা ঘাস কেঁপে ওঠে, আর প্রভাত তখন নীরব সঙ্গী হয়ে সঙ্গ দেয়। সূর্য অস্ত যেতেই ব্যাডমিন্টন এর ঝলমলে লড়াই আর শান্ত ক্যাম্পাসের নীরব সুর মিলেমিশে এক অনন্য সন্ধ্যার জন্ম দেয়। আবার সূর্যোদয়ের সাথে সাথেই মুখরিত হয়ে ওঠে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ যেন প্রকৃতি নিজেই শীতকে আঁকড়ে ধরে উষ্ণ আলিঙ্গনে জড়িয়ে রেখেছে এই ক্যাম্পাসকে।'
লোকপ্রশাসন বিভাগের শিক্ষার্থী রিফাতুল ইসলাম বলেন, 'ক্যাম্পাসে এখন শীতের হালকা আবেশ নেমেছে। সকালের কুয়াশা, হিমেল হাওয়া আর কোমল রোদ মিলিয়ে ক্যাম্পাসজুড়ে তৈরি হয়েছে এক শান্ত ও মনোরম পরিবেশ। সন্ধ্যা নামতেই শীত একটু বাড়ে, আর রাতের সেই বাড়তি শীত ক্যাম্পাসের শীতের আমেজকে আরও উজ্জ্বল ও অনুভূতিপূর্ণ করে তোলে।'
সব মিলিয়ে শীতকালের এক নতুন আমেজ চলে এসেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে।
আব্দুল্লাহ আল মামুন, শিক্ষার্থী,
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, বরিশাল বিশ্ববিদ্যালয়