বেতন নিয়ে বিপাকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষক

২৯ নভেম্বর ২০২৫, ০২:৩৩ PM
 বরিশাল বিশ্ববিদ্যালয়

বরিশাল বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) সদ্য নিয়োগকৃত দশ শিক্ষকের বেতন-ভাতা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) অনাপত্তিপত্র উপেক্ষা করে নিয়োগ দেওয়ার ফলে এই অনিশ্চয়তা দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের মার্চ ও জুন মাসে দুটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এতে ৫১টি প্রভাষক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। ২০২৪ সালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এক বছরের মধ্য নিয়োগ দিতে না পারায় ইউজিসি পদগুলো ব্লক করে দেয়। পদগুলো ছাড় না করিয়েই এদিকে ২০২৫ সালের ৭ জুলাই ৫১ প্রভাষক পদের মধ্য মাত্র ১০টি প্রভাষক পদে পুন:নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে শিক্ষক নিয়োগের তোড়জোড় শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

ইউজিসির অনাপত্তিপত্রের তোয়াক্কা না করে ১০ পদে পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কিন্তু নিয়োগে ইউজিসির পর্যবেক্ষণ ও অনাপত্তিপত্র না থাকায় বেতন ভাতা নিয়ে সৃষ্টি হয়েছে জটিলতা।

ক্লাস-পরীক্ষাসহ নিয়মিত দাফতরিক কাজ করেও বেতন না পাওয়ায় চরম হতাশা ও বিব্রতকর পরিস্থিতিতে পড়েছেন সদ্য নিয়োগপ্রাপ্ত এই শিক্ষকরা।

নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা ও বেতন জটিলতা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী শিক্ষকরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক শিক্ষক বলেন, ‘সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে নিয়োগ পাওয়ার পর বেতন নিয়ে এমন জটিলতা সত্যিই আমাদের জন্য লজ্জাজনক। কী কারণে এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, তা আমাদের জানা নেই। এখনো নিয়োগ চূড়ান্তকরণের দাফতরিক চিঠি আসেনি। অথচ আমরা নিয়মিত ক্লাস নিচ্ছি, পরীক্ষা নিচ্ছি, সব ধরনের কাজ করছি। কিন্তু এখনো আমাদের যোগদানই নিশ্চিত হলো না।’

সদ্য নিয়োগ পাওয়া মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের প্রভাষক ইশরাত জাহান রিকজা বলেন, ‘গত মাসের ১৯ তারিখে আমি জয়েন করেছি, এখনো বেতন হয়নি। আমি বিস্তারিত জানি না তবে যতটুকু জেনেছি ইউজিসি অনাপত্তি জানিয়েছে আমাদের নিয়োগকে কেন্দ্র করে। ভাইস চ্যান্সেলরের (ভিসি) সাথে দেখা করার জন্য আমরা চেষ্টা করতেছিলাম। কিন্তু স্যার অনেক ব্যাস্ত থাকায় দেখা করতে পারিনি। তবে আমরা আশা করছি দ্রুতই একটা সমাধান আসবে।’

গণিত বিভাগের আরেক প্রভাষক মো: সজিবর কাছে এবিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি সঠিক করে বলতে পারছি না তবে আমি যতটুকু শুনলাম আগামী মাস থেকে আমরা বেতন পেয়ে যাবো। জয়েন করার পরেও যে একসেপ্টেড চিঠিটা এখনো ওনাদের কাছে যায়নি এজন্য ওনারা এ কাজটি করতে পারেনি। এজন্য এই সমস্যাটা তৈরি হচ্ছে।

অর্থ দফতরের উপ-পরিচালক (অর্থ ও হিসাব) মো: আতিকুর রহমান বলেন, ‘এবিষয়ে আমরা জানি না, এসব বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবেন। আমাদের কাছে বেতন সংক্রান্ত এখনো কোনো চিঠি আসেনি। যোগদানপত্র কার্যকর হলে আমাদের কাছে চিঠি আসলে আমরা আমাদের কার্যক্রম করবো।’

এবিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার(ভারপ্রাপ্ত) খান সানজিয়া সুলতানা বলেন, ‘আমি শুনছি তাদের বেতন এখন পর্যন্ত হয় নাই। ইউজিসির অনা অনাপত্তি পর্যবেক্ষণ রিপোর্টের জন্য তাদের বেতন আটকে আছে। আর এবিষয়ে আমার কাছে কোনো নির্দেশনা আসে নাই।’

ভিসি অধ্যাপক ড. তৌফিক আলম বলেন, ‘একটু টেকনিক্যাল সমস্যা ছিল। আমরা কাজ করছি। খুব শীঘ্রই এ সমস্যার সমাধান হয়ে যাবে।’

 

 

শিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও তার মায়ের লাশ উদ্ধার
  • ১৬ জানুয়ারি ২০২৬
ডাকসুর ব্যবস্থাপনায় ১০ হাজার ছাত্রীকে স্যানিটারি ন্যাপকিন ব…
  • ১৬ জানুয়ারি ২০২৬
রাষ্ট্রের কাছে একমাত্র দাবি আমার স্বামী হত্যার বিচার: ওসমান…
  • ১৬ জানুয়ারি ২০২৬
 রাবির ‘সি’ ইউনিটের ২য় শিফটের ভর্তি পরীক্ষা শেষ, প্রশ্ন দেখ…
  • ১৬ জানুয়ারি ২০২৬
উত্তরায় আবাসিক ভবনে অগ্নিকাণ্ডের ঘটনায় ছাত্রশিবিরের শোক
  • ১৬ জানুয়ারি ২০২৬
পুরো পৃথিবীতেই সরকার গণভোটের পক্ষ নেয়: শফিকুল আলম
  • ১৬ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9