ইবির জুলাইবিরোধীদের শাস্তির পরিমাণ নির্ধারণে রিভিউ কমিটি গঠন

২৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ PM , আপডেট: ২৩ নভেম্বর ২০২৫, ০৫:৪৮ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক

ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক © সংগৃহীত

জুলাই বিপ্লবে বিরোধিতাকারী ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের অভিযোগের ধরন পর্যালোচনা, শাস্তির পরিমাণ নির্ধারণ এবং নতুন অভিযোগ গ্রহণের বিষয়ে রিভিউ কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার (২৩ নভেম্বর) বিকেলে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। নবগঠিত কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে রিপোর্ট পেশ করতে বলা হয়েছে।

সাত সদস্যবিশিষ্ট এ কমিটির আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক। কমিটির অন্য সদস্যরা হলেন ইবির আল-হাদিস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. জাকির হুসাইন, হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের অধ্যাপক ড. আবু সিনা, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান, বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দিন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মু. জাফর উল্লাহ তালুকদার।

প্রজ্ঞাপন অনুযায়ী, গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত ২৭১তম (সাধারণ) সভায় সিন্ডিকেটের ১২৩ নং সিদ্ধান্ত (পরিশিষ্ট-১২৩(গ)) মোতাবেক জুলাই-আগস্ট ২০২৪ বিপ্লব সময়কালীন ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের মধ্য হতে বিপ্লব বিরোধী ভূমিকায় জড়িতদের অভিযোগের ধরন পর্যালোচনা, শাস্তির মাত্রা ও পরিমাণ নির্ধারণ এবং নতুন অভিযোগ গ্রহণ বিষয়ে উপাচার্য নিম্নরূপভাবে একটি রিভিউ কমিটি গঠন করেছে। 

কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. পারভেজ আজহারুল হক বলেন, আমি এই বিষয়ে অফিসিয়ালি অবগত না। তাই মন্তব্য করতে চাচ্ছি না। এর আগে এক সিনিয়র অধ্যাপক কমিটিতে রাখার বিষয়ে আমাকে অনুরোধ করেছিলো। শারীরিক অসুস্থতার কারণে হয়তো দায়িত্ব পালন করতে পারবো না। 

উল্লেখ্য, জুলাই আন্দোলনে বিরোধিতা করায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের ১৯ শিক্ষক ও ১১ কর্মকর্তা-কর্মচারীকে সাময়িক বরখাস্ত এবং ৩৩ শিক্ষার্থীকে বহিষ্কার ও সনদ বাতিলের সিদ্ধান্ত নেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত ২৭১তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

ইসির পক্ষপাতমূলক আচরণ স্পষ্ট, নির্বাচন বাধাগ্রস্ত হওয়ার শঙ্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
বড় নিয়োগ বিজ্ঞপ্তি রূপপুর বিদ্যুৎকেন্দ্রে, পদ ২৮৫, আবেদন শু…
  • ১৯ জানুয়ারি ২০২৬
পবিত্র শবে বরাত ৩ ফেব্রুয়ারি
  • ১৯ জানুয়ারি ২০২৬
বাবা পরিত্যক্ত আফিয়াকে বাড়ি করে দিলেন তারেক রহমান
  • ১৯ জানুয়ারি ২০২৬
গাজীপুরে আইএসইউ’র উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্…
  • ১৯ জানুয়ারি ২০২৬
প্রতিটি ছাত্রসংসদ নির্বাচনই বাধাগ্রস্ত করার চেষ্টা করেছে ছা…
  • ১৯ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9