ধোলাইখাল দখলমুক্ত ও বাসের ফিটনেস পরীক্ষার দাবিতে ডিসিকে স্মারকলিপি জবি শিক্ষার্থীদের

২১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:০৬ PM
স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা

স্মারকলিপি দিচ্ছেন শিক্ষার্থীরা © টিডিসি

ধোলাইখাল এলাকায় অবৈধ দখলমুক্তকরণ ও চলাচলরত বাসের ফিটনেস পরীক্ষা করার দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দিয়েছে। আজ রবিবার এই স্মারকলিপি দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, রায়সাহেব বাজার থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় পর্যন্ত অবৈধ বাসস্ট্যান্ড সরানোর পরও ধোলাইখালে দীর্ঘদিন ধরে অবৈধভাবে রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা করছে একটি মহল। ওই দখলদাররা উসকানিমূলকভাবে দাবি করছে যে, যানজট নাকি কেবল বাসের কারণেই সৃষ্টি হয়। অথচ বাস্তবে তাদের এই দখলদারিত্বই সাধারণ মানুষের চলাচলের প্রধান প্রতিবন্ধকতা বলে দাবি করেন শিক্ষার্থীরা।

এ সময় তারা জোর দাবি জানান, জনগণের স্বাভাবিক ব্যবহারের রাস্তা অবিলম্বে দখলমুক্ত করতে হবে এবং একইসাথে শহরে চলাচলরত সকল বাসের ফিটনেস পরীক্ষা করে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

স্মারকলিপি প্রদানের সময় উপস্থিত ছিলেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সদস্যরা।

উল্লেখ, এর আগে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীর পুরান ঢাকার জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ও বাহাদুর শাহ পার্ক সংলগ্ন এলাকা থেকে অবৈধ দোকানপাট, লেগুনা ও বাসস্ট্যান্ড অপসারণের দাবিতে প্রতিবাদ সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেছে বিশ্ববিদ্যালয় এবং ওই এলাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (জবিশিস) আয়োজনে সদরঘাট এলাকার বাহাদুর শাহ পার্কে এ কর্মসূচি পালন করেন তারা। এর পরবর্তী সময়ে উচ্ছেদ করা হয় অবৈধ দোকানপাট, লেগুনা ও বাসস্ট্যান্ড।

ঢাবি বিজ্ঞান ইউনিটে সেরা ৩ জনের দুজনই নটর ডেমের
  • ২৬ জানুয়ারি ২০২৬
নেশায় মাতাল হয়ে ক্যাম্পাসে খারাপ আচরণ, বিশ্ববিদ্যালয় শিক্ষা…
  • ২৬ জানুয়ারি ২০২৬
বাজারমুখী শিক্ষা ও অ্যাপারেল শিল্প: এআইয়ের হাত ধরে ভবিষ্যতে…
  • ২৬ জানুয়ারি ২০২৬
সংসার থাকা মা-বোনরাই পাবে ফ্যামিলি কার্ড: তারেক রহমান
  • ২৬ জানুয়ারি ২০২৬
অবহেলা নয়, আধুনিক হবে পুরান ঢাকা: জামায়াত নেতা ড. মান্নান
  • ২৬ জানুয়ারি ২০২৬
দাখিল পরীক্ষার রুটিন প্রকাশ, দেখুন এখানে
  • ২৬ জানুয়ারি ২০২৬