জবি শিক্ষার্থীদের বিশেষ বৃত্তি নিয়ে সুখবর দিল কর্তৃপক্ষ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
জগন্নাথ বিশ্ববিদ্যালয়  © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) অর্থ কমিটিতে ‘বিশেষ বৃত্তি নীতিমালা’ অনুমোদিত হয়েছে। এর ফলে বহুল আকাঙ্ক্ষিত বিশেষ বৃত্তি আগামী বছরের জানুয়ারি মাস থেকেই এ টাকা পাবেন শিক্ষার্থীরা। বুধবার (১৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৫ সালের অক্টোবর মাসের প্রথম সপ্তাহে শিক্ষার্থীদের কাছ থেকে বৃত্তির আবেদন আহবান করা হবে। অক্টোবরের মধ্যেই বৃত্তিপ্রাপ্তদের তালিকা চূড়ান্ত করা হবে। বৃত্তির প্রথম কিস্তি জানুয়ারি ২০২৬ সালের মধ্যে শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হবে। 

আরও পড়ুন: জকসু নির্বাচন ২৭ নভেম্বর

এ বৃত্তির কার্যকারিতা জুলাই ২০২৫ থেকে শুরু হবে এবং ওই সময় থেকে হিসাব করে অর্থ প্রদান করা হবে (এরিয়ারসহ)। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনে খাবারের মান উন্নয়নের বিষয়ে ইতোমধ্যে সংশ্লিষ্ট কমিটিকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। 

অচিরেই এর দৃশ্যমান অগ্রগতি আশা করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয় প্রশাসন এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সবার আন্তরিক সহযোগিতা কামনা করেছে।


সর্বশেষ সংবাদ