সাত কলেজের আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে বৈঠকে ইউজিসি চেয়ারম্যান

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৪ PM , আপডেট: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১৫ PM
স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে শিক্ষকদের অবস্থান

স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে শিক্ষকদের অবস্থান © টিডিসি ফটো

রাজধানীর ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজের স্বাতন্ত্র্য রক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের সঙ্গে আলোচনায় বসেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ। আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুর ২টায় ইউজিসি ভবনে সাত কলেজ স্বাতন্ত্র্য রক্ষা আন্দোলনের শিক্ষক প্রতিনিধিদের সঙ্গে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

এর আগে দুপুর ১টায় আগারগাঁওয়ে ইউজিসি ভবনের সামনে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত শিক্ষকদের সংগঠন ‘বিসিএস জেনারেল এডুকেশন অ্যাসোসিয়েশন’-এর উদ্যোগে শিক্ষকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, ‘দেশের কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ নিয়ে যেসব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা একতরফা ও অপরিকল্পিত। সাত কলেজকে প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র অধিভুক্ত করার যে প্রক্রিয়া চলছে, তা বন্ধ করে পৃথক স্বাতন্ত্র্য বজায় রাখার দাবি জানাই।’

আরও পড়ুন: বিশ্ববিদ্যালয় নয়, সেন্ট্রাল ইউনিভার্সিটির অধিভুক্ত কলেজ করার দাবিতে ইউজিসিতে শিক্ষকদের অবস্থান

তারা আরও বলেন, এ পরিকল্পনার ফলে উচ্চশিক্ষার পরিসর সংকুচিত হবে, নারী শিক্ষায় বাধা তৈরি হবে, এবং এসব ঐতিহ্যবাহী কলেজের স্বতন্ত্র কাঠামো ও দীর্ঘদিনের গৌরবময় ঐতিহ্য বিলুপ্তির মুখে পড়বে।

শিক্ষকেরা অভিযোগ করেন, সাত কলেজ বহু বছর ধরে রাজধানীর মধ্যবিত্ত ও নিম্নবিত্ত শ্রেণির শিক্ষার্থীদের উচ্চশিক্ষার একমাত্র নির্ভরযোগ্য স্থান হিসেবে পরিচিত। এই কলেজগুলোর স্বাতন্ত্র্য হারালে শুধু শিক্ষাক্ষেত্র নয়, দেশের সামাজিক ভারসাম্যও হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।

মানববন্ধনে কবি নজরুল কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, ঢাকা কলেজ, তিতুমীর কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি বাঙলা কলেজের সহস্রাধিক শিক্ষক অংশ নেন।

বক্তারা আরও জানান, তাদের আন্দোলনের মূল উদ্দেশ্য ছাত্রকল্যাণ, গুণগত উচ্চশিক্ষার নিশ্চয়তা এবং ঐতিহ্যবাহী কলেজগুলোর টিকে থাকার স্বার্থে একটি টেকসই ও পরিকল্পিত কাঠামোর দাবি জানানো। তারা বলেন, প্রয়োজন হলে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।

নাহিদ ইসলামের হলফনামা নিয়ে বিভ্রান্তির ব্যাখ্যা এনসিপির
  • ০২ জানুয়ারি ২০২৬
উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুবের সম্পদ ১ কোটিরও বেশি
  • ০২ জানুয়ারি ২০২৬
বাকৃবির শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ
  • ০২ জানুয়ারি ২০২৬
মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!