ক্লাস-পরীক্ষা বন্ধ রেখে ইউজিসিতে সাত কলেজের শিক্ষকদের অবস্থান কর্মসূচি

১৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:৩১ PM
ইউজিসিতে সাত কলেজ  শিক্ষকদের একাংশের অবস্থান কর্মসূচি

ইউজিসিতে সাত কলেজ  শিক্ষকদের একাংশের অবস্থান কর্মসূচি © টিডিসি

রাজধানীর ঐতিহ্যবাহী সাত সরকারি কলেজেকে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ না করে স্বাতন্ত্র্য রক্ষায় অধিভুক্ত কলেজ করার দাবিতে ইউজিসিতে অবস্থান কর্মসূচি পালন করছেন সাত কলেজ  শিক্ষকদের একাংশ। শিক্ষার্থীদের পরিবহনের জন্য বরাদ্দকৃত কলেজ বাস নিয়ে আন্দোলনে যাওয়ার অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এতে ভোগান্তিতে পড়েছেন সাত কলেজের শিক্ষার্থীরা। বুধবার( ১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার পর থেকে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন। 

জানা গেছে, বুধবার( ১৭ সেপ্টেম্বর) সকাল ১১টার পর থেকে তারা এ অবস্থান কর্মসূচি পালন করছেন। বাকি শিক্ষকেরা  ক্যাম্পাসে অবস্থান করছেন। তবে পূর্ব ঘোষিত নোটিশ  ছাড়াই বেশিরভাগ বিভাগের ক্লাস- পরীক্ষা স্থগিত রাখা হয়েছে। কিছু বিভাগে পরীক্ষার সময় পিছিয়ে দেওয়া হয়েছে। কিছু সংখ্যক বিভাগে শিক্ষকেরা ক্লাস -পরীক্ষা কার্যক্রম পরিচালনা করছেন।   

এ বিষয়ে ঢাকা কলেজ  ইসলামের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ২০২২-২৩ সেশনের  রিদয় সরকার বলেন,  এর আগে আমাদের ইসলামী ইতিহাস বিভাগের ৬১৩ বিষয় কোডের একটা পরীক্ষা নেওয়ার কথা ছিল কিন্তু হয় নাই। গতদিনের পরীক্ষাসহ আজকে আমাদের দু্ইটা পরীক্ষা হওয়ার কথা ছিল। আজকে সবাই ক্যাম্পাসে আসার পরে জানতে পারে যে পরীক্ষা হবে না। কোনো নোটিশ ছাড়াও পরীক্ষা শুর হওয়ার  ২০ মিনিট আগে বিভাগ থেকে জানায় পরীক্ষা হবে না।  পরীক্ষা বন্ধ করার কারণ বলছে জরুরি ট্রেনিংয়ের জন্য ।  

নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা কলেজের প্রাণিবিদ্যা বিভাগের ২০২০-২১ সেশনের এক শিক্ষার্থী বলেন, ইন্টারমিডিয়েটে ক্লাস শেষ হওয়ার পর কলেজ বাস তাদের গন্তব্যে পৌঁছে দেয়। কিন্তু আজ ইন্টারমিডিয়েট শিক্ষার্থীদের বাস ব্যবহার করে শিক্ষকেরা আন্দোলনে গেল, এর ফলে শিক্ষার্থীদের ভোগান্তির সৃষ্টি হয়েছে। শিক্ষকেরা তাদের বাস থেকে জোর করে নামিয়ে দিয়েছে। শিক্ষার্থীদের  বাস তারা কোন যুক্তিতে ব্যবহার করবে এটা আমার বুঝতে কষ্ট হচ্ছে। এখন অনার্সের বেশিরভাগ বিভাগের টেস্ট পরীক্ষা, ইনকোর্স চলমান এখন এসময় শিক্ষকেরা যেহেতু আন্দোলনে গেল এর পরিপ্রেক্ষিতে নোটিশ ছাড়াই ক্লাস, পরীক্ষা বন্ধ হয়ে গেল। এছাড়াও গতকাল শিক্ষকদের আরেকটি মিটিংয়ের কারণে বিভাগের মামারা আমাদের  পরীক্ষার হলে গার্ড দিয়েছে। যা আমাদের জন্য লজ্জাজনক। এটা ইতিপূর্বে আগে কখনই ঘটেনি। 

পূর্ব ঘোষিত নোটিশ  ছাড়াই পরীক্ষা স্থগিতের বিষয়ে ঢাকা কলেজ শিক্ষক পরিষদের সাধারণ  সম্পাদক  আ.ক.ম রফিকুল আলম বলেন, ইন্টারমিডিয়েটে আমাদের টিচাররা সবাই ক্লাস নিয়েছে। আর সব ইয়ারে তো এখন টেস্ট পরীক্ষা চলতেছে। কিছু পরীক্ষা স্থগিত করা হয়েছে কারণ সাত কলেজের সকল শিক্ষকেরা ইউজিসিতে চলে আসছে। যার যার ডিপার্টমেন্টে সকালে ক্লাস পরীক্ষা স্থগিত ঘোষণার নোটিশ দেওয়া হয়েছে। তবে নোটিশটি আগে দিলে ভালো হতো। এটি অনাকাঙ্ক্ষিত এবং এর জন্য আমি দুঃখ প্রকাশ করছি। 

তিনি আরও বলেন, আমরা চাই বিশ্ববিদ্যালয় হোক, তবে সেটা হোক এই সাত কলেজের বর্তমান অবস্থা বজায় রেখে। আমরা চাই এই সাত কলেজের স্বাতন্ত্র্য বজায় থাকুক। সাত কলেজ সাত কলেজের মতোই থাকুক, শুধু একটি অ্যাফেলিয়েটেড বিশ্ববিদ্যালয় হোক। 

মেসির সামনে নতুন রেকর্ডের হাতছানি
  • ০২ জানুয়ারি ২০২৬
আসল পুলসিরাত শুরু হবে ইলেকশনের পর, সেটা হবে দীর্ঘ: ফারুকী
  • ০২ জানুয়ারি ২০২৬
ফেনী-১ আসনে খালেদা জিয়ার ‘বিকল্প’ প্রার্থী রফিকুল আলম মজনু
  • ০১ জানুয়ারি ২০২৬
নজরুল ইসলাম খানকে চেয়ারম্যান করে নির্বাচন পরিচালনায় বিএনপির…
  • ০১ জানুয়ারি ২০২৬
উপহার হিসেবে ৩০ ভরি সোনা পেয়েছেন রাশেদ খাঁন, স্ত্রী আরও ১০ …
  • ০১ জানুয়ারি ২০২৬
সরকারি চাকরিজীবীদের সন্তানদের শিক্ষাবৃত্তির আবেদন শুরু
  • ০১ জানুয়ারি ২০২৬
X
APPLY
NOW!