ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরুর তারিখ ঘোষণা
- ঢাকা কলেজ প্রতিনিধি
- প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:১১ PM
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) নতুন ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে ৩০ অক্টোবর। ভর্তি কার্যক্রম আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে শেষ হবে ২৫ অক্টোবর। সোমবার (৮ সেপ্টেম্বর) প্রস্তাবিত ইউনিভার্সিটির অন্তর্বর্তী প্রশাসক ও ঢাকা কলেজ অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস দ্য ডেইলি ক্যাম্পাসে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ১৫ সেপ্টেম্বর থেকে ভর্তি কার্যক্রম শুরু হবে। প্রথমে সাবজেক্ট চয়েস, কলেজ চয়েস এরপর ভর্তি প্রক্রিয়াটা আগামী ২৫ অক্টোবরের মধ্যে শেষ করা হবে। এরপর ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। কোন ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটলে ৩০ অক্টোবর থেকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির নতুন শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে। ভর্তি কার্যক্রমে কোন জটিলতা না হলে আমরা এই সময়ের মধ্যে শুরু করতে চায়।
নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের অ্যাকাডেমিক কার্যক্রমের বিষয়ে তিনি বলেন, নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের আগের সিলেবাস ও কাঠামো অনুযায়ী পাঠদান করানো হবে। অধ্যাদেশ বা নতুন বিশ্ববিদ্যালয়ের পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু করার পরে নতুন প্রক্রিয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হবে। সে অনুযায়ী অ্যাকাডেমিক কার্যক্রম পরিচালিত হবে।
প্রস্তাবিত নতুন এ বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের বিষয়ে তিনি বলেন, অধ্যাদেশ কবে দিবে এ বিষয়ে আমার কাছে কোন তথ্য নেই। আমার এই প্রক্রিয়াটির সাথে সম্পৃক্ততা অথবা যোগাযোগ নেই। তবে শিক্ষার্থীদের আল্টিমেটামের ভিত্তিতে আমরা বুঝতে পারছি হয়ত অধ্যাদেশের বিষয়ে কাজ চলছে।
এর আগে, চলতি বছরের গত ২২ ও ২৩ আগস্ট দুই দিনব্যাপী প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির চার বছর মেয়াদী অনার্স কোর্সে ভর্তি পরীক্ষা এমসিকিউ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। নতুন এ বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে আবেদন করে প্রায় ৭০ হাজার শিক্ষার্থী। এর বিপরীতে ২০২৪-২৫ সেশনে প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়টির সব ইউনিট মিলিয়ে আসন সংখ্যা ১১ হাজার ১৫০ টি।