ইসলামী বিশ্ববিদ্যালয় আর্থ ক্লাবের আত্মপ্রকাশ, নেতৃত্বে কবির-সাখাওয়াত
- ইবি প্রতিনিধি
- প্রকাশ: ০৪ জুন ২০২৫, ১১:৫২ AM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সামাজিক, স্বেচ্ছাসেবী ও পরিবেশবান্ধব সংগঠন ‘ইসলামিক ইউনিভার্সিটি আর্থ ক্লাব’-এর আত্মপ্রকাশ হয়েছে। প্রতিষ্ঠাতা কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড জিওগ্রাফি বিভাগের ২০২০-২১ শিক্ষার্থীদের কবির হোসাইন ও সাধারণ সম্পাদক হিসেবে ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একই শিক্ষাবর্ষের মোহাম্মদ সাখাওয়াত জাহান।
মঙ্গলবার (৩ জুন) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে ও উপদেষ্টা পরিষদ ও কার্যনির্বাহী কমিটি প্রকাশ করে।
এতে সংগঠনের উপদেষ্টা হিসেবে আছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রিনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহিনুজ্জামান, আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক ড. এমডি আরিফুল ইসলাম এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের প্রভাষক এমডি নাসির মিয়া।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন সহসভাপতি সাদিয়া তাসনিম আপন ও ইয়াকুব আলী, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হোসাইন, সাংগঠনিক সম্পাদক তানভীর হাসান রবিন, অর্থ সম্পাদক সায়েম হোসেন, দপ্তর সম্পাদক উমাইয়ের হক খান, ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক তোরাশ তানজিম, প্রজেক্ট ম্যানেজমেন্ট সম্পাদক অথৈ বিশ্বাস বিদ্যা।
আরও পড়ুন: রোহিঙ্গা শিশুদের শিক্ষার সঙ্গে যুক্ত ইউনিসেফের ১১৭৯ কর্মী চাকরি হারালেন
এ ছাড়া কার্যনির্বাহী কমিটিতে প্রচার সম্পাদক হিসেবে ওয়াসিফুর রহমান, জনসংযোগ সম্পাদক নয়ন বিশ্বাস, পরিবেশগত নিরাপত্তাবিষয়ক সম্পাদক সাদিয়া ইসলাম, বায়োডাইভারসিটি কনজারভেশন সম্পাদক হাসিব মিয়া, আইটি সম্পাদক ফজলে রাব্বি রওনক এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন রবিউল ইসলাম ও আবু নাঈম সিফাত।
সংগঠনটির সাধারণ সম্পাদক এমডি শাখাওয়াত জাহান বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় আর্থ ক্লাবের প্রথম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়াটা আমার জন্য বড় একটি সম্মান এবং দায়িত্ব। ভ্রমণের প্রতি ভালোবাসা থেকেই আমি প্রকৃতিকে ভালোবাসতে শিখেছি আর সেখান থেকেই এসেছে পরিবেশের প্রতি সচেতনতা। ২০২২ সালে গ্লোবাল ইয়ুথ ক্লাইমেট সামিটে ডেলিগেট হিসেবে অংশ নিয়ে আমি উপলব্ধি করি, পরিবেশ সংকট কোনো ছোট সমস্যা নয়। আমাদের একসঙ্গে কাজ করতেই হবে।’
তিনি আরও বলেন, ‘এই ক্লাবের প্রতিটি সদস্যই এই বিশ্বাসে একত্র হয়েছে। আমি বিশ্বাস করি, আমরা সবাই মিলে প্রকৃত পরিবর্তন আনতে পারব। আমরা ইতিমধ্যে কাজ শুরু করেছি এবং সামনে ছয় মাসের জন্য একটি সুপরিকল্পিত কর্মসূচি হাতে নিয়েছি। আশা করি, আমরা আমাদের লক্ষ্য সফলভাবে বাস্তবায়ন করতে পারব।’
আরও পড়ুন: শেখ মুজিব মাঠে ছিলেন না, তাজউদ্দীন নেতৃত্ব দিয়েও স্বীকৃতি বাতিল হয় কীভাবে: সারজিস
সভাপতি কবির হোসাইন বলেন, ‘পুরো পৃথিবীই এখন পরিবেশ নিয়ে চিন্তিত! সবাই এখন সুস্থ পৃথিবীর সন্ধান করছে! ঠিক সেই জায়গাটাতে আমরা নিজেদের অংশগ্রহণ বাস্তবায়ন করার লক্ষ্যে প্রতিষ্ঠা করলাম ইসলামিক ইউনিভার্সিটি আর্থ ক্লাব।১৭৫ একরের এই ক্লাব থেকেই আমরা আমাদের কাজের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলের গুরুত্বপূর্ণ অংশ হব, ইনশাআল্লাহ।’