ইবির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে শোক র‌্যালি, শ্রদ্ধাঞ্জলি

৩০ মে ২০২৫, ১২:৪৭ PM , আপডেট: ২৯ জুন ২০২৫, ০৮:৫২ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

যথাযথ মর্যাদায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী পালন করা হয়েছে। শুক্রবার (৩০ মে) দিবসটি উপলক্ষে বেলা ১১টার দিকে প্রশাসন ভবনের সামনের চত্বর থেকে একটি শোক র‍্যালি বের করা হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্থাপিত বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর চত্বরে গিয়ে শেষ হয়। 

এ সময় তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভিত্তিপ্রস্তরে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এ সময় সাথে ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক প্রমুখ।

প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে জিয়া পরিষদ, ইউট্যাব, অনুষদ, হল, বিভাগ, ছাত্র সংগঠন এবং সামাজিক-সাংস্কৃতিক সংগঠন পর্যায়ক্রমে সুশৃঙ্খলভাবে ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করেন। শ্রদ্ধাঞ্জলি নিবেদন পর্ব শেষে বেলা সাড়ে ১১টার দিকে গরিব ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। এ ছাড়াও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত ও শান্তি কামনায় পবিত্র কুরআন খতম এবং বাদ জুমা কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন: শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাতবার্ষিকী আজ

উপ-উপাচার্য অধ্যাপক ড. এম এয়াকুব আলী বলেন, ১৯৭৬ সালের পহেলা ডিসেম্বর তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ঘোষণা দেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শুধুমাত্র একজন সাবেক রাষ্ট্রপতি হিসেবে নয়, বরং বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা হিসেবেও তার শাহাদাতবার্ষিকী উপলক্ষে গরিব দুঃখীদের জন্য খাবারের আয়োজন করেছে। এছাড়াও বাদ জুমা তার রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হবে। 

উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় তার প্রতিষ্ঠাতা হিসেবে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী আয়োজন করেছে। তিনি ক্ষমতা দখল করেননি, বরং মানুষের দাবির প্রেক্ষিতে তাঁকে ক্ষমতা দেওয়া হয়েছে। তিনি কাজ করেছিলেন মানুষের অর্থনৈতিক মুক্তির জন্যে, রাজনৈতিক মুক্তির জন্যে। 

তিনি আরও বলেন, জিয়াউর রহমান চেয়েছিলেন, স্বাধীনতার পরে প্রথম স্থাপিত এই ইসলামী বিশ্ববিদ্যালয়ে একটি আধুনিক শিক্ষা ও ইসলামী শিক্ষার সমন্বয় হবে। আমরা আশা করছি, বর্তমানে যারা আছি, তার স্বপ্নকে বাস্তবায়ন করতে পারব।

আইএসইউর উদ্যোগে এইচএসসি ও সমমান উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর…
  • ২০ জানুয়ারি ২০২৬
রাবিপ্রবির নতুন প্রক্টর ড. মোঃ ফখরুদ্দিন
  • ২০ জানুয়ারি ২০২৬
‘নির্বাচনী ইশতেহারে স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার অঙ্গীকার…
  • ২০ জানুয়ারি ২০২৬
হাটহাজারীতে আগুনে পুড়ল বাজারের পাঁচ দোকান
  • ২০ জানুয়ারি ২০২৬
ফেব্রুয়ারির শুরুতেই যেভাবে মিলবে টানা ৪ দিনের ছুটি
  • ২০ জানুয়ারি ২০২৬
কুমিল্লা থেকে নেয়া হচ্ছিল পিস্তল, পথে পুলিশের হাতে ধরা দুই…
  • ২০ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9