মিরপুরে কেমিক্যাল অগ্নিদুর্ঘটনায় বিইউবিটি পরিবারের মানবিক উদ্যোগ
- বিইউবিটি প্রতিনিধি
- প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৫, ০৭:০২ PM
মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় দ্রুত মানবিক ভূমিকা রাখে বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি) পরিবার। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবী সংগঠনগুলো মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন এবং পরে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সক্রিয়ভাবে অংশ নেন।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটে মিরপুরের রূপনগর এলাকায় অবস্থিত বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের পাশের একটি গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের দল বেলা ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছে অগ্নিনির্বাপণ, অনুসন্ধান ও উদ্ধারকাজ শুরু করে। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাব, বিইউবিটি রোভার স্কাউট ইউনিট, বিইউবিটি বিএনসিসি প্লাটুনসহ বিইউবিটির শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী এবং এলাকাবাসী একযোগে ক্রাউড ম্যানেজমেন্ট ও পরিস্থিতি নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে অংশ নেন।
তারা ফায়ার সার্ভিস আসা পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখেন এবং পরে ফায়ার সার্ভিসের সঙ্গে সমন্বয় করে অগ্নিনির্বাপণ ও উদ্ধারকাজে সহযোগিতা করেন। পরবর্তী সময়ে বাংলাদেশ সেনাবাহিনী ঘটনাস্থলে উপস্থিত হলে তাদের সঙ্গেও সমন্বয় করে সমগ্র এলাকায় জনদুর্ভোগ কমাতে নিরলসভাবে সহযোগিতা অব্যাহত রাখেন। এমতাবস্থায় বিইউবিটির পক্ষ হতে বিনামূল্যে মাস্ক, পানি ও শুকনা খাবারের সহায়তা করা হয়।
বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের মডারেটর ও সভাপতির তত্ত্বাবধানে বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের সর্বমোট ২৫ জন স্বেচ্ছাসেবক এ কার্যক্রমে অংশগ্রহণ করেন।
বিইউবিটি সোশ্যাল ওয়েলফেয়ার ক্লাবের পক্ষ থেকে এলাকাবাসী ও বিইউবিটির সকল স্বেচ্ছাসেবীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে, যারা এত স্বল্প সময়ে মানবিক দায়বদ্ধতা থেকে এগিয়ে এসে জরুরি পরিস্থিতিতে সহযোগিতা করেছেন।