বিইউবিটিতে বিএপিএস ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্প-২০২৫ সফলভাবে সম্পন্ন

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ PM
তিন দিনব্যাপী এই ক্যাম্পে দেশের ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২১ শিক্ষার্থী অংশগ্রহণ করেন

তিন দিনব্যাপী এই ক্যাম্পে দেশের ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২১ শিক্ষার্থী অংশগ্রহণ করেন © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেসে অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আয়োজিত তিন দিনব্যাপী ‘বিইউবিটি-বিএপিএস ন্যাশনাল প্রোগ্রামিং ক্যাম্প ২০২৫’ বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে সফলভাবে সমাপ্ত হয়েছে।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর ড. মোহাম্মদ কায়কোবাদ, সম্মানিত প্রফেসর, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহরিয়ার শাহরিয়ার মনজুর, প্রেসিডেন্ট, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব প্রবলেম সেটারস (বিএপিএস) ও চেয়ারম্যান, সিএসই বিভাগ, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়, অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মোহাম্মদ মোহাইমিনুল ইসলাম, বিচারক, বিএপিএস এবং মো. সাইফুর রহমান, চেয়ারম্যান, সিএসই বিভাগ।

আয়োজনটি সম্পর্কে বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী বলেন, ‘এই জাতীয় প্রোগ্রামিং ক্যাম্প শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রতিযোগিতামূলক মানসিকতা ও গবেষণার প্রতি আগ্রহকে আরও বেগবান করবে। আমরা বিশ্বাস করি, এই উদ্যোগ তরুণ প্রোগ্রামারদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে নতুন সাফল্য অর্জনে সহায়তা করবে।’

তিন দিনব্যাপী এই ক্যাম্পে দেশের ৯৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ২২১ শিক্ষার্থী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীরা নিবিড় প্রশিক্ষণ সেশন, হাতে-কলমে প্রোগ্রামিং অনুশীলন এবং একাধিক প্রবলেম-সলভিং কনটেস্টে অংশ নিয়ে নিজেদের দক্ষতা শানিত করেন। খ্যাতিমান প্রশিক্ষকরা অংশগ্রহণকারীদের প্রোগ্রামিং, সমস্যা সমাধান ও দলগত দক্ষতা উন্নয়নে বিশেষ ভূমিকা রাখেন, যা তাদেরকে আসন্ন আইসিপিসি এশিয়া ঢাকা রিজিওনাল কনটেস্ট ২০২৫ এর জন্য প্রস্তুত করবে।

ক্যাম্পের শেষ দিনে অনুষ্ঠিত হয় এক প্রবলেম-সলভিং কনটেস্ট, যেখানে অংশগ্রহণকারীরা শেখা জ্ঞানকে বাস্তবে প্রয়োগের সুযোগ পান। সমাপনী অনুষ্ঠানে দেশের বিভিন্ন স্কুল থেকে অংশগ্রহণকারী দশজন শিক্ষার্থীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উৎসাহ ও নিষ্ঠার প্রশংসা করেন এবং আশা প্রকাশ করেন যে এই ক্যাম্প দেশের তরুণ প্রোগ্রামারদের জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে সাফল্য অর্জনে অনুপ্রাণিত করবে। 

বিইউবিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগের সার্বিক তত্ত্বাবধানে আয়োজিত এই জাতীয় প্রোগ্রামিং ক্যাম্প বিইউবিটির উদ্ভাবন, জ্ঞান বিনিময় ও একাডেমিক উৎকর্ষতা অর্জনের প্রতিশ্রুতিকে আরও একবার সুদৃঢ়ভাবে প্রমাণ করেছে।

গণতান্ত্রিক সরকার গঠনের সুযোগ হাতছাড়া হলে শহীদদের প্রতি জু…
  • ১৭ জানুয়ারি ২০২৬
শৈলকুপায় মাদ্রাসায় নাইটগার্ড নিয়োগ পরীক্ষা নিয়ে উত্তেজনা, আ…
  • ১৭ জানুয়ারি ২০২৬
চট্টগ্রামের জুলাইযোদ্ধা হাসনাত আব্দুল্লাহর ওপর সশস্ত্র হামলা
  • ১৭ জানুয়ারি ২০২৬
মনোনয়ন ফিরে পেলেন বিএনপির আরেক প্রার্থী
  • ১৭ জানুয়ারি ২০২৬
বোয়ালখালীতে সেনা অভিযানে দুই শীর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার
  • ১৭ জানুয়ারি ২০২৬
যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়া ‘ক্ষমতা’ দেখানোর প্রতিযোগিতায় নে…
  • ১৭ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9