বিইউবিটির গর্বিত অ্যাথলেট নোশিন শারমিলি

বিইউবিটির উপাচার্যের সঙ্গে নোশিন শারমিলির সাক্ষাৎ
বিইউবিটির উপাচার্যের সঙ্গে নোশিন শারমিলির সাক্ষাৎ  © সৌজন্যে প্রাপ্ত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি, বিইউবিটির গর্বিত প্রাক্তন শিক্ষার্থী নোশিন শারমিলি আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনে দেশের পতাকা গর্বের সঙ্গে উড়িয়ে চলেছেন। বিবিএ ডিপার্টমেন্টের ইনটেক ৩৮-এর শিক্ষার্থী হিসেবে যাত্রা শুরু করা নোশিন আজ দৃঢ়তা, অধ্যবসায় ও অনন্য সাফল্যের উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি প্রমাণ করেছেন, মনোনিবেশ ও কঠোর পরিশ্রমের মাধ্যমে একজন শিক্ষার্থী একইসঙ্গে অ্যাকাডেমিক অগ্রগতি ও ক্রীড়াক্ষেত্রে অসামান্য কৃতিত্ব অর্জন করতে পারে।

শৈশব থেকেই খেলাধুলার প্রতি নোশিনের ছিল গভীর অনুরাগ। সাঁতার, হাইকিং ও দৌড়ের মধ্য দিয়ে ক্রীড়া জীবনের শুরু হলেও পরবর্তীতে তিনি নিজেকে ব্যাডমিন্টন, ভলিবল এবং ট্র্যাক ইভেন্টে প্রতিষ্ঠিত করেন। বিশ্ববিদ্যালয় জীবনে তায়কোয়ানডো ও ফিটনেস ট্রেনিংয়ের মাধ্যমে তিনি আন্তর্জাতিক প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নেন।

তার সাফল্যের তালিকা সত্যিই বিস্ময়কর। ২০২৪ সালে তিনি ভারতে অনুষ্ঠিত বিশ্বের সর্বোচ্চ উচ্চতার লাদাখ ম্যারাথন সফলভাবে সম্পন্ন করেন। একই বছর দার্জিলিংয়ে অনুষ্ঠিত দ্য বুদ্ধা ট্রেইলস প্রতিযোগিতায় ৩০ কিলোমিটার দৌড়ে অংশ নিয়ে প্রথম বাংলাদেশি নারী হিসেবে দৌড় সম্পন্ন করেন। 

এছাড়া বান্দরবানে ৫২ কিলোমিটার দীর্ঘ ভার্টিকাল ড্রিমার্স আল্ট্রা ম্যারাথন এ অংশ নেন। ২০২৫ সালে ঢাকা আন্তর্জাতিক ম্যারাথনে পেসার হিসেবে দায়িত্ব পালন করে সহ দৌড়বিদদের অনুপ্রাণিত করেন পুরো ৪২.১৯৫ কিলোমিটার পথ শেষ করতে। স্থানীয় পর্যায়েও তিনি অংশ নিয়েছেন ১৫টিরও বেশি দৌড় প্রতিযোগিতায়।

গত ২১ সেপ্টেম্বর নোশিন শারমিলি বিইউবিটির উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। উপাচার্য তার এ সাফল্যকে বিশ্ববিদ্যালয়ের গৌরব হিসেবে উল্লেখ করে বলেন, নোশিনের অর্জন ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীদের জন্য দারুণ অনুপ্রেরণা হয়ে থাকবে।

ক্রীড়া জীবনের পাশাপাশি নোশিন বর্তমানে রান বাংলা ইন্টারন্যাশনাল রেস ইভেন্ট অর্গানাইজার টিম এর পিআর ও কমিউনিকেশন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। নোশিন শারমিলির যাত্রা কেবল ব্যক্তিগত নয় এটি বিইউবিটি ও বাংলাদেশের জন্য এক গৌরবের ইতিহাস। তার গল্প প্রমাণ করে, দৃঢ়তা ও অধ্যবসায়ের মাধ্যমে স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব।


সর্বশেষ সংবাদ