বিইউবিটিতে পিএইচডি ডিগ্রি পরবর্তী গবেষণা পরিচিতি সেশন
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১২:১০ PM
বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) অনুষ্ঠিত হলো পিএইচডি ডিগ্রি পরবর্তী গবেষণা পরিচিতি উপস্থাপন। বিইউবিটির সহকারী জনসংযোগ কর্মকর্তা ড. সৈয়দ আশরাফুল হক গত ১১ আগস্ট রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।
এর ধারাবাহিকতায় তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তাদের উপস্থিতিতে তাঁর পিএইচডি-পরবর্তী গবেষণা পরিকল্পনা ও গবেষণা-জার্নির পূর্ণাঙ্গ উপস্থাপনা প্রদান করেন।
গত রবিবার (২১ সেপ্টেম্বর) এ আয়োজনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, বিভিন্ন অনুষদের শিক্ষক এবং প্রশাসনিক কর্মকর্তারা। তাদের উপস্থিতি ও মতামত এ আয়োজনেকে সমৃদ্ধ করে।
আরও পড়ুন: একাদশে শেষ ধাপে ভর্তি আবেদনের ফল প্রকাশ বুধবার
বিইউবিটি বিশ্বাস করে, গবেষণা কার্যক্রমের এ ধরনের উদ্যোগ শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে গবেষণা সংস্কৃতি বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ও গবেষণার মানোন্নয়নেও ইতিবাচক প্রভাব ফেলবে।