ডিআইইউতে শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিতে ইয়োগা কর্মশালা

বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন ও ডিআইইউর যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়
বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন ও ডিআইইউর যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়  © টিডিসি

শিক্ষার্থীদের শারিরীক ও মানসিক সুস্থতা নিশ্চিতে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অনুষ্ঠিত হলো ইয়োগা কর্মশালা। শনিবার (২৬ জুলাই) স্থায়ী ক্যাম্পাসের ৩০৬ নম্বর কক্ষে সকাল ১০টা ৩০ মিনিটে বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশন ও ডিআইইউর যৌথ উদ্যোগে কর্মশালাটি অনুষ্ঠিত হয়। 

কর্মশালায় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ উপদেষ্টা অধ্যাপক শাহ আলম চৌধুরী। এ ছাড়া অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রভাষক আনোয়ার হোসেন রাজু।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সমাজবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক জমশেদুর রহমান এবং বাংলাদেশ ইয়োগা অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা ও বর্তমান সহসভাপতি মো. হারুন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. গণেশ চন্দ্র সাহা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ও সহযোগী অধ্যাপক ফজলুল হক পলাশ।

আয়োজকরা জানান, পড়াশোনার চাপ ও দৈনন্দিন জীবনের নানা মানসিক চাপে শিক্ষার্থীদের সুস্থ থাকতে ইয়োগার মতো কার্যক্রম খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি নিয়মিত আয়োজনের পরিকল্পনা রয়েছে।


সর্বশেষ সংবাদ