ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি লোগো © সংগৃহীত
ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ)-তে পরীক্ষার বিলম্ব ফি নিয়ে শিক্ষার্থীদের আবেদনের প্রেক্ষিতে মানবিক বিবেচনায় বিলম্ব ফি (লেট ফি) মওকুফ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (১৫ মে) বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমোদনক্রমে রেজিস্ট্রার অধ্যাপক মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্ত জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী নির্ধারিত সময়ের মধ্যে টিউশন ফি প্রদান করতে না পারায় প্রশাসনিক জটিলতা তৈরি হয়। এ অবস্থায় সকল শিক্ষার্থীকে নির্ধারিত সময়সীমার মধ্যে ফি পরিশোধে উৎসাহিত করা হলেও, শিক্ষার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে চলতি সেমিস্টারের জন্য বিলম্ব ফি মওকুফের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে যারা ইতোমধ্যে বিলম্ব ফি প্রদান করেছেন, তাদের অর্থ সমন্বয় করে দেওয়া হবে।
এর আগে গত ১২ মে (জানুয়ারি-জুন ২০২৫ সেশন) ‘বাই-সেমিস্টার’ পরীক্ষার জন্য নির্ধারিত সময়ের বাইরে ফি জমা দিলে প্রতিদিন ১০০ টাকা করে বিলম্ব ফি আরোপের ঘোষণা দিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সে সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেন শিক্ষার্থীরা।
এ বিষয়ে সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মো. শাওন বাপ্পী বলেন, “১২ মে একটি নোটিশে জানানো হয়, নির্ধারিত সময়ের পর ফি দিলে প্রতিদিন ১০০ টাকা হারে জরিমানা করা হবে। আমরা বিষয়টি ভালোভাবে গ্রহণ করিনি। অনেকেই দুঃখ ও ক্ষোভ প্রকাশ করেন।”
তিনি আরও বলেন, “এছাড়াও দীর্ঘদিন ধরে পরিবহন সমস্যা চলছে। ক্যাম্পাসে সময়মতো পৌঁছাতে না পারায় ক্লাস মিস হয়। দীর্ঘক্ষণ অপেক্ষা করেও বাস পাওয়া যায় না। ফলে চরম দুর্ভোগে পড়তে হয়।”
শাওন বাপ্পী জানান, এসব দাবি নিয়ে শিক্ষার্থীরা ১৬ মে (শুক্রবার) আন্দোলনের ঘোষণা দেন এবং তার আগে একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রদান করেন। এর পরিপ্রেক্ষিতেই বিলম্ব ফি মওকুফের সিদ্ধান্ত আসে।
তবে তিনি জানান, “লেট ফি মওকুফের বিষয়টি ইতিবাচক হলেও পরিবহন সমস্যার কোনো কার্যকর সমাধান এখনও হয়নি। আমরা চাই, পরিবহন ব্যবস্থার দ্রুত উন্নয়ন ঘটানো হোক, যাতে প্রতিটি শিক্ষার্থী সময়মতো ক্লাসে উপস্থিত হতে পারে।”