বহিষ্কৃত তিন নেতা © টিডিসি ফটো
দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকার অভিযোগে নেত্রকোনার কেন্দুয়ায় স্বেচ্ছাসেবক দলের তিন শীর্ষ নেতাকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতদের মধ্যে উপজেলা শাখার আহবায়ক, সদস্য এবং পৌর শাখার আহবায়ক রয়েছেন। সংগঠনের প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ হতে তাঁদের এই বহিষ্কারাদেশ অবিলম্বে কার্যকর করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মো: ওসমান গনি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানানো হয়। এতে উল্লেখ করা হয়, কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজিব আহসান এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।
বহিষ্কৃত নেতারা হলেন— কেন্দুয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফরিদ আহম্মেদ, কমিটির সদস্য কামাল হোসেন এবং কেন্দুয়া পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাওন খন্দকার।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে দলীয় শৃঙ্খলা রক্ষা ও সংঘাতপূর্ণ পরিস্থিতি এড়াতে এই কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে। একইসঙ্গে সংগঠনের সাধারণ কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে যেন বহিষ্কৃত এই তিন নেতার সাথে কোন ধরনের যোগাযোগ না রাখা হয়।