তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের বিশ্লেষণ আমাদের অনুপ্রেরণা জোগাবে: মাহ্দী আমিন

২৯ জানুয়ারি ২০২৬, ০১:১৪ PM , আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬, ০১:১৪ PM
বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন

বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন © সংগৃহীত

তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের মতো বৈশ্বিক গণমাধ্যমের চমকপ্রদ বিশ্লেষণ অনুপ্রেরণা জোগাবে বলে জানিয়েছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র ও চেয়ারম্যানের উপদেষ্টা মাহ্দী আমিন। তিনি বলেছেন, ‘বাংলাদেশের আগামী নির্বাচন নিয়ে টাইম ম্যাগাজিনে প্রকাশিত একটি বিশেষ প্রতিবেদনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের সম্ভাবনা এবং তারেক রহমানের জনপ্রিয়তার চিত্র উঠে এসেছে।’

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিএনপি চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মাহ্দী আমিন। তিনি বলেন, সাক্ষাৎকারে বাংলাদেশকে নিয়ে তিনি তাঁর পলিসিসমূহ প্রসঙ্গে বিস্তারিত কথা বলেছেন। দীর্ঘ নির্বাসন জীবন থেকে ফেরার পর এটিই আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া তাঁর প্রথম সাক্ষাৎকার।’

তিনি জানান, টাইম ম্যাগাজিন একটি জনমত জরিপের আলোকে বলছে, বাংলাদেশের প্রায় ৭০ শতাংশ মানুষ বিএনপির পক্ষে সমর্থন জানাচ্ছে এবং সাধারণ জনগণ তারেক রহমানকে দেশের ভবিষ্যৎ নেতা হিসেবে দেখতে চায়। এর আগে ১৭ বছর নির্বাসনে থাকার পর তাঁর রাজসিক প্রত্যাবর্তনকে ঘিরে ঢাকার রাজপথে লাখো মানুষের অভ্যর্থনা তাঁর জনপ্রিয়তা ও জনভিত্তির প্রমাণ দিয়েছে। 

মাহ্দী আমিন বলছেন, তারেক রহমান সাক্ষাৎকারে বাংলাদেশের উন্নয়নের জন্য অনেকগুলো আধুনিক পরিকল্পনা তুলে ধরেছেন। তিনি তাঁর পরিকল্পনায় পরিবেশ সুরক্ষা ও কৃষি উন্নয়নে ১২ হাজার মাইল খাল খনন, প্রতি বছর ৫০ মিলিয়ন গাছ লাগানোর পরিকল্পনা এবং ঢাকায় ৫০টি সবুজ এলাকা গড়ে তোলার কথা বলেছেন। অর্থনৈতিক উন্নয়নে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং দক্ষ জনশক্তি তৈরিতে কারিগরি শিক্ষার সংস্কারও তাঁর গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এসেছে। 

এসব বিষয় বিবেচনায় নিয়ে তারেক রহমানকে একজন ধীরস্থির, চিন্তাশীল ও পলিসি-নির্ভর নেতা হিসেবে বলে উল্লেখ করে আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ‘ক্লিয়ার ফ্রন্টরানার’ হিসেবে চিহ্নিত করেছে। তার সাক্ষাৎকারে বিগত বছরগুলোয় দেশে ঘটে যাওয়া জুলুম, নির্যাতন, খুন, গুমের কথা উঠে এসেছে। তিনি পরিবর্তিত বাংলাদেশের মানুষের স্বার্থ এবং অবারিত প্রত্যাশার প্রতি সম্মান জানিয়েছেন।

মাহ্দী আমিন বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানকে নিয়ে টাইম ম্যাগাজিনের মতো বৈশ্বিক জনপ্রিয় গণমাধ্যমের এই চমকপ্রদ বিশ্লেষণ নিঃসন্দেহে আমাদের অনুপ্রেরণা জোগাবে।

ভিন্নমাত্রিক উদ্যোগের আনুষ্ঠানিক ঘোষণা দেওয়ার জন্য এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে জানিয়ে মাহ্দী আমিন বলেন, আমরা আনুষ্ঠানিকভাবে ‘সবার আগে বাংলাদেশ উইথ তারেক রহমান’ শীর্ষক পডকাস্ট শো’র ঘোষণা করছি। এ পডকাস্ট শো’য়ে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সরাসরি দেশের মানুষের সামনে তাঁর চিন্তা, দর্শন ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরবেন।

আরও পড়ুন: শেরপুর সংঘর্ষে যুবদল নেতার মৃত্যুর দাবি ফেসবুকে, লাইভে এসে বললেন, ‘আমি জীবিত’

তিনি বলেন, বাংলাদেশ গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করছে। নির্বাচনকে কেন্দ্র করে দেশের জনগণ আর কোনো অবাস্তবায়নযোগ্য ফাঁকা বুলি শুনতে চায় না বা মিথ্যা আশ্বাস প্রত্যাশা করে না। তারা চায় স্পষ্ট অঙ্গীকার, বাস্তব পরিকল্পনা এবং একটি অভিজ্ঞ ও বিশ্বাসযোগ্য নেতৃত্ব। তারেক রহমান এই পডকাস্টের মাধ্যমে সাধারণ মানুষের জীবনের সাথে জড়িত বিএনপির সেই অঙ্গীকারগুলোর কথাই ধারাবাহিকভাবে তুলে ধরবেন। 

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নির্বাচনি প্রচারণার অংশ হিসেবে আজ রাজশাহীতে গেছেন। সেখানে শাহ মাখদুম (রহ.) এর মাজার জিয়ারত করবেন। এরপর রাজশাহী মাদ্রাসা মাঠে একটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন এবং জনসভা শেষে বগুড়ার উদ্দেশ্যে রওয়ানা দেবেন। যাত্রা পথে তিনি নওগাঁর কাজির মোড়ে এটিএম মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। বগুড়া পৌঁছে আলতাফুন্নেছা খেলার মাঠে আরেকটি নির্বাচনী জনসভায় অংশ নেবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে তিনি বগুড়ায় রাত্রিযাপন করবেন।

আগামীকাল ৩০ জানুয়ারি রংপুরের পীরগঞ্জে জুলাই গণ-অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করবেন। এরপর রংপুর ঈদগাঁও মাঠে নির্বাচনি জনসভায় অংশ নেবেন। জনসভা শেষে পুনরায় বগুড়া ফিরবেন এবং রাত্রিযাপন করবেন। ৩১ জানুয়ারি তিনি বগুড়া থেকে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা হবেন। যাত্রাপথে সিরাজগঞ্জের বিসিক শিল্প পার্কে এবং ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে দরুন চরজানা বাইপাস এলাকায় পৃথক দুইটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন।

জামায়াত নেতার সুরতহাল সম্পন্ন, মাথা-কপালে-নাকে আঘাতের চিহ্ন
  • ২৯ জানুয়ারি ২০২৬
দুর্নীতি ঠেকাতে শিক্ষাপ্রতিষ্ঠানের কেনাকাটায় নতুন আদেশ
  • ২৯ জানুয়ারি ২০২৬
কারিগরির ছুটির তালিকা প্রকাশ, দেখুন এখানে
  • ২৯ জানুয়ারি ২০২৬
জামায়াতের দুই নেতা কেন মন্ত্রিত্ব ছাড়েননি, তারেক রহমানকে জব…
  • ২৯ জানুয়ারি ২০২৬
বিকেএসপিতে চাকরি, পদ ৮টি, আবেদন শেষ ১২ ফেব্রুয়ারি
  • ২৯ জানুয়ারি ২০২৬
স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি প্রচারণায় বাধার প্রদানের অভি…
  • ২৯ জানুয়ারি ২০২৬