জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, জানালেন নূর মোহাম্মদ

২৩ জানুয়ারি ২০২৬, ০১:১১ AM , আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬, ০১:১২ AM
নূর মোহাম্মদ

নূর মোহাম্মদ © সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ আসনের (আদমদীঘি-দুপচাচিয়া) জামায়াত জোটের এমপিপ্রার্থী, জনপ্রিয় সাবেক ইউপি চেয়ারম্যান এবং গার্ডিয়ান পাবলিকেশন্সের কর্ণধার নূর মোহাম্মদ বলেছেন, আমিরে জামায়াত (ডা. শফিকুর রহমান) সংসদ সদস্য প্রার্থীদের সবসময় অপটিমিস্টিক বক্তব্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজ অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এসব কথা জানান।

ফেসবুক পোস্টে নূর মোহাম্মদ বলেন, আমিরে জামায়াত (ডা. শফিকুর রহমান) সংসদ সদস্য প্রার্থীদের সবসময় অপটিমিস্টিক বক্তব্য দেওয়ার নির্দেশনা দিয়েছেন। এপ্রোচে পজেটিভ থাকতে বলেছেন।

তিনি জানান, কুৎসা, ঘৃণা, অবজ্ঞা, উপেক্ষা পরিহার করতে বলেছেন। সমস্যা তুলে ধরে সম্ভাবনার দরজা খুলে দেওয়ার বার্তা দিতে বলেছেন।

জামায়াতের তরুণ এ নেতা আরও জানান, কে কেমন রাজনীতি করছে, দেশবাসী পূর্ণ ওয়াকিবহাল। ক্যাম্পেইনে অন্যকে নিয়ে বিষোদগার না করে আমরা দেশের জন্য কী করতে পারি, তা সামনে আনার নির্দেশনা দিয়েছেন।

সবশেষে তিনি দুটি স্লোগান লেখেন। সেগুলো হল- ‘চলো একসাথে গড়ি বাংলাদেশ’ ও ‍‘ঐক্যবদ্ধ বাংলাদেশ’।

জনগণ চাঁদাবাজদের নির্বাচিত করতে চায় না: নূরুল ইসলাম বুলবুল
  • ২৩ জানুয়ারি ২০২৬
শেকৃবিতে বিনামূল্যে জলাতঙ্কের টিকা পেল শতাধিক পোষা প্রাণী
  • ২৩ জানুয়ারি ২০২৬
নির্বাচনের নিরাপত্তা ব্যবস্থা এমন থাকবে যে, ব্যালট ছিনতাই অ…
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপি নেতাকে গুলি, নির্বাচন বাধাগ্রস্ত করার অপচেষ্টা বললেন…
  • ২৩ জানুয়ারি ২০২৬
জামায়াত আমির প্রার্থীদের কেমন বক্তব্যের নির্দেশনা দিয়েছেন, …
  • ২৩ জানুয়ারি ২০২৬
বিএনপিতে যুক্ত হয়েছি মানে এই নয় যে, তাদের সব সিদ্ধান্তে ‘জি…
  • ২৩ জানুয়ারি ২০২৬