হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান © ভিডিও থেকে নেওয়া
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের দিন (১২ ফেব্রুয়ারি) ভোরে কেন্দ্রের সামনে ফজরের নামাজ পড়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সন্ধ্যার পর হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলা পরিষদ মাঠে নির্বাচনী সমাবেশে ভোটারদের প্রতি এই আহ্বান জানান তিনি।
তারেক রহমান বলেন, ‘ভোরে ভোটকেন্দ্রে যেতে হবে। ভোটের দিন তাহাজ্জুদ নামাজ পড়ে প্রস্তুতি নেবেন। ভোট কেন্দ্রের সামনে গিয়ে ফজরের নামাজ পড়ে ভোট দিতে হবে। মনে রাখতে হবে এবারের ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ।’
তারেক রহমান বলেন, ‘এ দেশটা কার? জনগণের দেশ। কারো ব্যক্তি সম্পত্তি নয়। এই সমাবেশে আমার সামনে যে হাজার হাজার মানুষ বসে আছেন আপনারাই এদেশের মালিক। কাজেই আপনাদেরকেই সিদ্ধান্ত নিতে হবে আপনারা কিভাবে দেশ পরিচালনা করতে চান এবং ভোটের মাধ্যমে সেই সিদ্ধান্ত আপনাদেরকে দিতে হবে।’
জানা গেছে, মাগরিবের নামাজের পূর্বক্ষণে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহর শায়েস্তগঞ্জ পৌঁছায়। তারেক রহমান মঞ্চে উঠে জামাতে মাগরিবের নামাজ আদায় করেন।
এর আগে দুপুর ১টায় সিলেট আলীয়া মাদ্রাসা ময়দানে তারেক রহমান দলের নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন। সিলেটে বক্তব্য দিয়ে সড়কপথে মৌলভীবাজারের শেরপুর সমাবেশ বক্তব্য দেন। সেখানে থেকে ভঙ্গুর সড়ক পথ অতিক্রম করে শায়েস্তাগঞ্জ পৌঁছান সন্ধ্যায়।
এরপর ব্রাক্ষণবাড়ীয়ার সরাইলে সমাবেশে বক্তব্য দেবেন বিএনপি চেয়ারম্যান। হবিগঞ্জের এই সমাবেশে সভাপতিত্ব করেন স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শাম্মী আখতার।