নির্বাচনী মিছিলে অংশ নিয়ে বিএনপি নেতার মৃত্যু

২২ জানুয়ারি ২০২৬, ০৬:৫৮ PM , আপডেট: ২২ জানুয়ারি ২০২৬, ০৬:৫৯ PM
মৃত মো. মমিন মিয়া

মৃত মো. মমিন মিয়া © সংগৃহীত

কুমিল্লার বুড়িচংয়ে নির্বাচনী মিছিলে অংশ নিয়ে অসুস্থ হয়ে মো. মমিন মিয়া (৬০) নামে বিএনপির এক নেতার মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেল ৪টার দিকে উপজেলার কোরপাই এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত মমিন বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি। তিনি ওই ইউনিয়নের কোরপাই গ্রামের বাসিন্দা এবং মৃত শাহাদাত মিয়ার ছেলে। তার আকস্মিক মৃত্যুতে এলাকায় এবং দলীয় নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মোকাম ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মনির হোসেন বলেন, বিকেল ৪টার দিকে কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের বিএনপির প্রার্থী হাজী জসীম উদ্দীনের সমর্থনে বুড়িচং উপজেলার কোরপাই এলাকায় একটি নির্বাচনী মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দিচ্ছিলেন মোকাম ইউনিয়ন বিএনপির সহসভাপতি ও ৪ নম্বর ওয়ার্ড নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি মো. মমিন।

তিনি আরও বলেন, মিছিল চলাকালে হঠাৎ মমিন মিয়া অসুস্থ হয়ে পড়লে উপস্থিত নেতাকর্মীরা তাকে দ্রুত কাবিলা ইস্টার্ন মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাপুটে জয়ে সুপার সিক্স নিশ্চিত বাংলাদেশের
  • ২২ জানুয়ারি ২০২৬
কাকে ভোট দেওয়া উচিত, জানালেন শায়খ আহমাদুল্লাহ
  • ২২ জানুয়ারি ২০২৬
প্রচলিত বিদ্রুপকে ‘ব্যঙ্গ’ করতে চেয়েছিলেন জানিয়ে দুঃখ প্রকা…
  • ২২ জানুয়ারি ২০২৬
‘এবার ব্যালট ছিনতাইয়ের সুযোগ নেই, প্রতি কেন্দ্রে থাকবে ৫ অস…
  • ২২ জানুয়ারি ২০২৬
মূল ও বিভিন্ন ভাতাসহ কোন স্কেলের সর্বমোট বেতন কত?
  • ২২ জানুয়ারি ২০২৬
সাংবাদিক আনিস আলমগীরের জামিন নামঞ্জুর 
  • ২২ জানুয়ারি ২০২৬