বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মারা যাওয়া মো. নিরব হোসেনের বাড়িতে বিএনপি নেতারা © সংগৃহীত
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে অসুস্থ হয়ে মারা যাওয়া মো. নিরব হোসেনের (৫৬) বাড়িতে ছুটে গেলে দলটির নেতা ডা. পারভেজ রেজা কাকনসহ অন্যরা। এ সময় তার পরিবারের সদস্যদের কাছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গভীর সমবেদনা পৌঁছে দেন তিনি।
আজ বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিএনপির মিডিয়া সেল এ তথ্য জানিয়েছে। রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজায় এসে অসুস্থ হয়ে পড়েন নিরব হোসেন। পরে মারা যান তিনি। জুলাই আন্দোলনে আহত তাহসিন হোসেনের বাবা তিনি। বুধবার (৩১ ডিসেম্বর) রাতে তার বাড়িতে যান বিএনপি নেতারা।
বিএনপির মিডিয়া সেল থেকে জানানো হয়েছে, বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নেওয়ার সময় অসুস্থ হয়ে ইন্তেকাল করেছেন জুলাই যুদ্ধাহত তাহসিন হোসেন নাহিয়ানের বাবা নিরব হোসেন। এ মর্মান্তিক মৃত্যুর খবরে শুনে মরহুমের বাড়িতে ছুটে যান বিএনপির স্বাস্থ্য বিষয়ক সহসম্পাদক ডা. পারভেজ রেজা কাকন।
তিনি মরহুমের পরিবারের কাছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গভীর সমবেদনা পৌঁছে দেন। এ সময় আরও উপস্থিত ছিলেন ড্যাবের সহসভাপতি ডা. এ কে এম মাসুদ আক্তার জিতু, সাংগঠনিক সম্পাদক ডা. জাভেদ আহমেদ, সাবেক সাংগঠনিক সম্পাদক ডা. সৈয়দ ইমতিয়াজ সাজিদ, আইন বিষয়ক সম্পাদক ডা. এম আর হাসান, ডা. রাসেল হোসেন, জোবায়েল আলম পাভেল ও রাকিব হোসেন।
আরও পড়ুন: সকালেই সড়কে একসঙ্গে ঝরল ৪ প্রাণ
বুধবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও অঞ্চলের অতিরিক্ত উপকমিশনার ফজলুল করিম জানান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে নিরব হোসেন নামের ওই ব্যক্তি মারা যান। তিনি অসুস্থ ছিলেন। জানাজার সময় মানুষের প্রচণ্ড ভিড়ও ছিল।
পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, মৃত ব্যক্তির কাছ থেকে পাওয়া জাতীয় পরিচয়পত্র অনুযায়ী, তাঁর নাম মো. নিরব হোসেন। বাবার নাম মতিউর রহমান মিঞা। ঠিকানা লেখা রয়েছে, ১৭৪ বড় মগবাজার, ডাক্তার গলি, শান্তিনগর, রমনা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলায়।