খালেদা জিয়ার প্রয়াণে ভারতের শোক, এবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে যাচ্ছেন রাজনাথ সিং

০১ জানুয়ারি ২০২৬, ০৯:২৭ AM
রাজনাথ সিং

রাজনাথ সিং © সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়েছে প্রতিবেশী রাষ্ট্র ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যক্তিগত শোকবার্তা ও পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের ঢাকা সফরের পর এবার দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনে গিয়ে শ্রদ্ধা জানাবেন ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস-এর বরাত দিয়ে জানা গেছে, বৃহস্পতিবার সকালে রাজনাথ সিংয়ের দিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশনে যাওয়ার কথা রয়েছে। সেখানে তিনি শোক বইয়ে স্বাক্ষর করবেন এবং ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে শোক প্রকাশ করবেন।

গত মঙ্গলবার ভোরে ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তাঁর মৃত্যুর পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সামাজিক যোগাযোগমাধ্যম 'এক্স'-এ শোক প্রকাশ করেন। একই দিনে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কাছে একটি আনুষ্ঠানিক শোকবার্তাও পাঠান।

শোকের এই ধারাবাহিকতায় বুধবার (৩১ ডিসেম্বর) বিশেষ সফরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি সরাসরি তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ভারত সরকারের গভীর সমবেদনা পৌঁছে দেন। জয়শঙ্করের এই সফরকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা।

ইন্ডিয়ান এক্সপ্রেস তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, বেগম খালেদা জিয়ার প্রয়াণে ভারতের এই উচ্চপর্যায়ের সক্রিয়তা কেবল শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটিকে বিএনপির বর্তমান নেতৃত্বের সঙ্গে দিল্লির একটি কৌশলগত এবং নিবিড় যোগাযোগ স্থাপনের প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।

আজ থেকে আমানতের অর্থ ফেরত পাবেন একীভূত ৫ ব্যাংকের গ্রাহকরা
  • ০১ জানুয়ারি ২০২৬
২০২৬ সালে ৭ মাসে ৮ বার টানা ছুটির সুযোগ পাবেন সরকারি চাকরিজ…
  • ০১ জানুয়ারি ২০২৬
তাইওয়ানকে ফের চীনের অংশ করার প্রতিশ্রুতি দিলেন শি জিন পিং
  • ০১ জানুয়ারি ২০২৬
এখন থেকে পছন্দমতো বদলানো যাবে জিমেইল আইডি
  • ০১ জানুয়ারি ২০২৬
গাজীপুরে অভিযান চালিয়ে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
  • ০১ জানুয়ারি ২০২৬
২০২৬ সালে দুই মাসে ৭ ও ১০ দিন ছুটির সুযোগ সরকারি চাকরিজীবীদ…
  • ০১ জানুয়ারি ২০২৬