পাকিস্তানকে পঞ্চম প্রজন্মের ৪০ স্টেলথ ফাইটার দিচ্ছে চীন

৩১ ডিসেম্বর ২০২৫, ১২:১২ PM
পঞ্চম প্রজন্মের স্টেলথ জে-৩৫ ফাইটার জেট

পঞ্চম প্রজন্মের স্টেলথ জে-৩৫ ফাইটার জেট © এনডিটিভি

পাকিস্তান বিমানবাহিনীর হাত শক্ত করতে এ বার আসরে নামল চীন। ইসলামাবাদকে ৪০টি পঞ্চম প্রজন্মের স্টেলথ জে-৩৫ ফাইটার জেট সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে বেইজিং। সে খবর নিশ্চিত করেছে মার্কিন সামরিক সদর কার্যালয় পেন্টাগন।

ইসলামাবাদের হাত শক্ত করতে ক্রমাগত অস্ত্র সরবরাহ করে যাচ্ছে বেইজিং। সেই তালিকায় এবার যুক্ত হল পঞ্চম প্রজন্মের স্টেলথ শ্রেণির জে-৩৫ ফাইটার জেট। পাক সেনা সর্বাধিনায়ক বা সিডিএফ ফিল্ড মার্শাল আসিম মুনিরের হাতে ৪০টি এই যুদ্ধবিমান তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে ড্রাগনের। নতুন বছরের আগে এ খবরে জাতীয় নিরাপত্তার প্রশ্নে ভারতের চিন্তা যে কয়েক গুণ বাড়ল, তাতে কোনও সন্দেহ নেই।

পাক বিমানবাহিনীর ৪০টি চিনা জে-৩৫ লড়াকু জেট পাওয়ার খবর সম্প্রতি নিশ্চিত করে মার্কিন যুদ্ধবিষয়ক দফতরের (ডিপার্টমেন্ট অফ ওয়ার) প্রধান কার্যালয় পেন্টাগন। চলতি বছরের ডিসেম্বরে ‘গণপ্রজাতন্ত্রী চিনের সঙ্গে সম্পর্কিত সামরিক ও নিরাপত্তা উন্নয়ন’ শীর্ষক একটি রিপোর্ট প্রকাশ করে তারা। সেখানেই বেইজিং-ইসলামাবাদের প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে একাধিক বিস্ফোরক দাবি করেছে যুক্তরাষ্ট্র। 

প্রতিবেদন অনুযায়ী, আঞ্চলিক সামরিক ভারসাম্যকে নতুন করে সাজাতে চাইছে ড্রাগন। সে কারণেই রাওয়ালাপিন্ডির ফৌজি জেনারেলদের পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার।

পশ্চিমা গণমাধ্যমগুলো জানিয়েছে, চীনা প্রতিরক্ষা সংক্রান্ত ওই রিপোর্ট কিছু দিন আগে মার্কিন পার্লামেন্ট ‘কংগ্রেস’-এ পাঠিয়েছিল পেন্টাগন। সেখানে অনুমোদন পায় নথি। তাতে ইসলামাবাদের হাত শক্ত করার নেপথ্যে বেইজিঙের এ পদক্ষেপকে ‘কৌশলগত’ এবং ‘উচ্চকাঙ্ক্ষী’ বলে উল্লেখ করা হয়েছে। 

কয়েক বছর ধরেই সামরিক সরঞ্জামের রফতানির সূচক আরও ঊর্ধ্বমুখী করার চেষ্টা চালাচ্ছেন প্রেসি়ডেন্ট শি জিনপিং। আর তাই রাওয়ালপিন্ডির বাজারকে পাখির চোখ করেছে তাঁর প্রশাসন।

ভারতীয় বিমান বাহিনীর বহরে থাকা শক্তিশালী জেটগুলোর মধ্যে অন্যতম ফরাসি সংস্থা দাসোঁ অ্যাভিয়েশনের তৈরি রাফাল। পেন্টাগনের দাবি, প্যারিস সাড়ে চার প্রজন্মের এ যুদ্ধবিমানের সরবরাহ শুরু করতেই তড়িঘড়ি চীনের সঙ্গে যোগাযোগ করে পাকিস্তান। জুনে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান পাওয়া যাচ্ছে বলে সরকারি ভাবে দাবি করে দেশটি। সেই আওয়াজ যে একেবারেই ফাঁকা ছিল না, এবার তা স্পষ্ট করল যুক্তরাষ্ট্র।

আরও পড়ুন: অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ডেমিয়েন মার্টিন কোমায়

পেন্টাগনের রিপোর্ট অনুযায়ী, সামরিক সরঞ্জাম রফতানিতে বৈচিত্র আনতে তিনটি যুদ্ধবিমান সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে চীন। সেগুলো হলো, পঞ্চম প্রজন্মের এফসি-৩১, সাড়ে চার প্রজন্মের জে-১০সি মাল্টিরোল জেট এবং পাকিস্তানের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি জেএফ-১৭ থান্ডার হালকা যুদ্ধবিমান। 

মার্কিন প্রতিরক্ষা বিশ্লেষকদের দাবি, এফসি-৩১ শ্রেণির যুদ্ধবিমানের উন্নত সংস্করণ তৈরি করে ফেলেছে বেইজিং। সেখানেই আত্মপ্রকাশ ঘটেছে জে-৩৫ সিরিজ়ের পঞ্চম প্রজন্মের জেটের। ২০২০ সালে ৩৬টি জে-১০সি যুদ্ধবিমানের জন্য চীনের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে পাক সরকার। চলতি বছরের মে পর্যন্ত ২০টি ইসলামাবাদের হাতে তুলে দেয় বেজিং। বাকিগুলো ২০২৬ সালের মধ্যে রাওয়ালাপিন্ডির বিমানবাহিনীর বহরে যুক্ত হবে বলে মনে করা হচ্ছে। 

জে-৩৫ জেটের সরবরাহ অবশ্য কখন থেকে ড্রাগন শুরু করবে, তা এখনও স্পষ্ট নয়। কারণ, আর্থিক দিক থেকে খারাপ অবস্থায় রয়েছে পাকিস্তান। সে সীমাবদ্ধতা সংশ্লিষ্ট রফতানির সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে পারে বলে রিপোর্টে জানিয়েছে পেন্টাগন। খবর: আনন্দবাজার।

ময়মনসিংহে অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার
  • ০১ জানুয়ারি ২০২৬
এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে বোম্বে সুইটস, কর্…
  • ০১ জানুয়ারি ২০২৬
ক্লাস শুরুর আগেই সেশনজটে শিক্ষার্থীরা, ভর্তি পরীক্ষার ৪ মাস…
  • ০১ জানুয়ারি ২০২৬
বিপিএলে খালেদা জিয়ার স্মরণে এক মিনিট নিরবতা
  • ০১ জানুয়ারি ২০২৬
ধূমপান ও তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ কার্যকর, শাস্তি বাড়ল কয়ে…
  • ০১ জানুয়ারি ২০২৬
বছরজুড়ে যেসব ঘটনায় সংবাদের শিরোনাম ইবি ছাত্রদল
  • ০১ জানুয়ারি ২০২৬