অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ডেমিয়েন মার্টিন কোমায়

৩১ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ AM , আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৫, ১১:২৯ AM
অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ডেমিয়েন মার্টিন

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ডেমিয়েন মার্টিন © আনন্দবাজার

অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী ক্রিকেটার ডেমিয়েন মার্টিন কোমায় চলে গেছেন। কয়েক দিন আগে মেনিনজাইটিসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন তিনি। অস্ট্রেলিয়ার কয়েকটি সংবাদমাধ্যম এ খবর জানিয়েছে। দেশটির হয়ে ১৯৯২ থেকে ২০০৬ সাল পর্যন্ত খেলেছেন মার্টিন। ১৪ বছরের ক্যারিয়ারে ৬৭ টেস্ট ও ২০৮ এক দিনের ম্যাচ খেলেছেন।

বিশ্বকাপজয়ী এ ক্রিকেটারকে গত ২৬ ডিসেম্বর হাসপাতালে ভর্তি করাতে হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম জানিয়েছে, মেনিনজাইটিসে আক্রান্ত মার্টিনের জীবন সংশয় রয়েছে। সঙ্কটজনক অবস্থায় আছেন তিনি তিনি। মেনিনজাইটিসের অর্থ মস্তিষ্ক ও সুষুম্নাকাণ্ডে প্রদাহ বা সংক্রমণ। এটি সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া (যেমন নিউমোকক্কাল বা মেনিনোকক্কাল) বা ছত্রাকঘটিত রোগ। 

এসবের মধ্যে ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস সবচেয়ে মারাত্মক। এ রোগে আক্রান্ত হলে তীব্র মাথাব্যথা, প্রচণ্ড জ্বর, ঘাড়ে ব্যথা, বমি বমি ভাব, আলোতে সংবেদনশীলতা ও বিভ্রান্তির সমস্যা দেখা যায়। সে সমস্যাই হচ্ছিল বিশ্বকাপজয়ী ক্রিকেটারের।

মার্টিনের প্রাক্তন সতীর্থ ও দীর্ঘ দিনের বন্ধু অ্যাডাম গিলক্রিস্ট জানিয়েছেন, চিকিৎসায় কোনও কমতি রাখা হচ্ছে না। আমান্ডা ও তার পরিবার সব রকম চেষ্টা করছে। এ কঠিন সময়ে তারা ওদের পাশে আছেন। 

মার্টিনের আরেক প্রাক্তন সতীর্থ ড্যারেন লেম্যান বলেন, ‘তুমি লড়াকু যোদ্ধা। আমি জানি তুমি লড়াই চালিয়ে যাবে। আমরা তোমার পাশি আছি। তোমার পরিবারের পাশে আছি। তুমি সুস্থ হয়ে ফিরবেই।’ 

আরও পড়ুন: আবারও বিপিএলের সূচিতে পরিবর্তন

ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রিনবার্গ একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেছেন, ‘মার্টিনের অসুস্থতার খবর শুনে আশাহত। ক্রিকেট অস্ট্রেলিয়া ওর পরিবারের পাশে আছে। মার্টিনের চিকিৎসায় সব রকম সাহায্য করা হবে।’

অস্ট্রেলিয়ার হয়ে ৬৭ টেস্টে ৪৪০৬ রান করেছেন মার্টিন। ২০৮ এক দিনের ম্যাচে করেছেন ৫৩৪৬ রান। টেস্ট ও এক দিনের ম্যাচ মিলিয়ে ১৮ শতরান করেছেন ৫৪ বছর বয়সী এ ব্যাটার। দুই ফরম্যাট মিলিয়ে ১৪টি উইকেটও রয়েছে তাঁর ঝুলিতে। 

২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ জয়ে বড় ভূমিকা ছিল মার্টিনের। ফাইনালে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতের বিরুদ্ধে ৮৮ রান করেছিলেন এ ডানহাতি ব্যাটার। ২০০৬ সালে ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যকারের ভূমিকায় দেখা যেত তাঁকে। তবে কয়েক বছরে তাও কমিয়ে দিয়েছিলেন তিনি। খবর: আনন্দবাজার।

৩০০ আসনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করল ইসি
  • ২১ জানুয়ারি ২০২৬
১২ তারিখে ভোট হবে কি না—এ নিয়ে গুজব ছড়ানো হচ্ছে: তথ্য উপদেষ…
  • ২১ জানুয়ারি ২০২৬
আমরা গণভোটে ‘না’ ভোট দেব, জনগনকেও উদ্বুদ্ধ করব: জিএম কাদের
  • ২১ জানুয়ারি ২০২৬
পে স্কেল বাস্তবায়নে প্রয়োজন ৮০ হাজার কোটি টাকা, বরাদ্দ আছে …
  • ২১ জানুয়ারি ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ১৫ নেতাকে অব্যাহতি, শোকজ ৩
  • ২১ জানুয়ারি ২০২৬
সিলেটে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ১১ প্রার্থী
  • ২১ জানুয়ারি ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
SPRING 2026
Application Deadline Wednesday, 21 January, 2026
Apply Now

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9