সহজ জয়ে আসর শুরু চট্টগ্রাম রয়্যালসের
- ক্রীড়া প্রতিবেদক, সিলেট থেকে
- প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২৫, ১২:১২ AM
বিপিএলের উদ্বোধনী দিনের দ্বিতীয় ম্যাচে দাপুটে জয় পেয়েছে চট্টগ্রাম রয়্যালস। মির্জা তাহির বেগের ৮০ রানের ইনিংস ও বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে নোয়াখালী এক্সপ্রেসকে ৬৫ রানে হারিয়ে আসর শুরু করল বন্দরনগরীর দলটি।
শুক্রবার (২৬ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টসে জিতে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৭৪ রান সংগ্রহ করে চট্টগ্রাম রয়্যালস। জবাবে ১৬ দশমিক ৫ ওভারে ১০৯ রানেই গুটিয়ে যায় নোয়াখালী এক্সপ্রেস।
লক্ষ্য তাড়ায় নেমে নোয়াখালীও ভালো শুরু পেয়েছিল। তবে বেশিক্ষণ উইকেটে থিতু হতে পারেননি হাবিবুর রহমান সোহান। ৭ বলে ১৫ রান করে আউট হন এই ব্যাটার। অপরপ্রান্তে দায়িত্বশীল ব্যাটিং চালিয়ে ইনিংস সামলান মাজ সাদাকাত।
তিন নম্বরে নামা সাব্বির হোসেন ৭ বলে ৫ রান এবং অধিনায়ক সৈকত আলী ৪ বলে ৪ রান করে সাজঘরে ফেরেন। জাকের আলী অনিকও ১২ বলে ৬ রানের মন্থর ইনিংসে ফেরেন।
পরে সাদাকাতের সঙ্গে জুটি বাঁধেন হায়দার আলী। তাদের কার্যকরী ব্যাটিং নোয়াখালীর ইনিংস কিছুটা এগিয়ে দেয়। তবে টানা দুই ওভারের মধ্যে দুজনকেই সাজঘরে ফিরতে হয়। ২৭ বলে ৩৮ রানের ইনিংস খেলে সাদাকাত, আর ২৪ বলে ২৮ রান করে বিদায় নেন হায়দার।
এরপর মাহিদুল ইসলাম অঙ্কন ৭ বলে ৫ রান করলেও শেষদিকে একের পর এক উইকেট হারাতে থাকে নোয়াখালী। শেষমেশ আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি দলটি।
আরও পড়ুন: দুবাই থেকে আসছে সাড়ে ৩০ লাখ টাকার বিপিএল ট্রফি
চট্টগ্রামের হয়ে তানভীর ইসলাম নেন সর্বোচ্চ ৩ উইকেট। এছাড়া শেখ মেহেদী হাসান ও মুকিদুল ইসলাম মুগ্ধ দুটি করে উইকেট শিকার করেন, আর আবু হায়দার রনি একটি উইকেট নেন।এর আগে, ব্যাটিংয়ে নেমে ইনিংসের শুরুতে নাঈম শেখ ও বেগের জুটিতে ভালো সূচনা পায় চট্টগ্রাম। যদিও ওপেনিং জুটি থেকে আসে মাত্র ২৯ রান।
বিপিএলের একমাত্র কোটিপতি নাঈম শেখ ১১ বলে ১১ রান করে ফিরে যান। এরপর তিন নম্বরে নামা মাহফিজুল ইসলাম ১২ বলে ১৬ রান করে আউট হন। চার নম্বরে ব্যাট করতে নেমে মাহমুদুল হাসান জয়ও ইনিংস লম্বা করতে পারেননি, ১২ বলে ১৭ রানেই থামতে হয় তাকে।
পাঁচ নম্বরে নেমে আগ্রাসী ব্যাটিংয়ে গতি বাড়ান শেখ মেহেদী হাসান। একপ্রান্তে উইকেট ধরে রেখে ধারাবাহিকভাবে রান তুলতে থাকেন মির্জা বেগ। ধৈর্য ও আগ্রাসনের সমন্বয়ে খেলতে থাকা এই ওপেনার ফিফটি পূর্ণ করেন।
১৩ বলে ২৬ রানের ঝোড়ো ক্যামিও ইনিংস খেলে দলীয় ১৬১ রানের মাথায় থামেন শেখ মেহেদী হাসান। অন্যদিকে একপ্রান্তে ফিফটি ছুঁয়ে সেঞ্চুরির পথে এগোচ্ছিলেন মির্জা তাহির, আর তার সঙ্গে চট্টগ্রামও বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে ইনিংসের শেষ ওভারে আউট হন বেগ। দলের হয়ে ৬৯ বলে ৮০ রানের কার্যকর ইনিংস খেলেন বেগ।
নোয়াখালী এক্সপ্রেসের বোলারদের মধ্যে সাব্বির হোসেন ২টি উইকেট নেন। এ ছাড়া মাজ সাদাকাত, মেহেদী হাসান রানা ও জহির খান একটি করে উইকেট শিকার করেন।