হারের পেছনে শিশিরের প্রভাবকে দায়ী করলেন মিরাজ

সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ
সিলেট অধিনায়ক মেহেদী হাসান মিরাজ  © সংগৃহীত

বিপিএলের উদ্বোধনী ম্যাচেই জমে উঠেছিল লড়াই। ১৯০ রান করেও নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্সের কাছে ৮ উইকেটে পরাজিত হয় মেহেদী হাসান মিরাজের দল। ম্যাচ শেষে এই হারের পেছনে শিশিরের প্রভাবকে দায়ী করেছেন সিলেট অধিনায়ক।

মিরাজ এ-ও বলছেন, এত রান করেও হেরে যাওয়ার বিষয়টি মেনে নেওয়া কঠিন। তার ভাষ্যমতে, ‘১৯০ রান করে হার মেনে নেওয়া কঠিন। তবে উইকেট ব্যাটিংয়ের জন্য অনেক ভালো ছিল। উইকেটে শিশির ছিল, বল করতে কষ্ট হচ্ছিল।’

তবে আফিফ হোসেনের সঙ্গে পারভেজ হোসেন ইমনের ব্যাটিং ক্যাপ্টেনের কিছুটা হলেও স্বস্তি এনে দেয়। কিন্তু স্বাগতিক দর্শকদের জয় উপহার দিতে না পারার আক্ষেপও ঝরল তার কণ্ঠে।

মিরাজ বলেন, ‘আফিফ ও ইমনের জুটি দারুণ লেগেছে। প্রথম ১০ ওভারে ব্যাট করা কঠিন ছিল একটু। এরপর তারা দারুণভাবে মানিয়ে নিয়েছে। দর্শকরা আমাদের সঙ্গে ছিলেন। যদিও হেরে গেলাম প্রথম ম্যাচে। সামনে অনেক ম্যাচ আছে। ঘুরে দাঁড়ানোর আশা করছি।’

ইমনকে নিয়ে মিরাজের প্রত্যাশা, ‘গত কয়েক সিরিজ ধরে ইমন ৪ নম্বরে ব্যাট করছে। সামনে বিশ্বকাপ আছে। আশা করি ৪ নম্বরেই সে মানাবে, এ কারণেই আমরা ওকে ৪ নম্বরে সুযোগ দিয়েছি।’


সর্বশেষ সংবাদ

X
APPLY
NOW!